নিজস্ব প্রতিবেদন: ‘কাশ্মীর আমাদের ছিল, আছে এবং থাকবে। যেখানে ভারত থাকবে সেখানেই আমরা আছি।’ অত্যন্ত স্পষ্টু সুরে এক কথা বললেন জমিয়তে উলামায়ে-ই-হিন্দের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মেহমুদ মাদানি। বৃহস্পতিবার তাদের বৈঠকে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গৃহীত হয়। ওই প্রস্তাবে বলা হয়েছে, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। নিরাপত্তা এবং অখণ্ডতা প্রশ্নে সমঝোতা নয়। ভারত আমাদের দেশ। আমরা সবসময় সঙ্গে রয়েছি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এ দিন এনআরসি নিয়ে সাংবাদিক বৈঠকে মাদানি বলেন,  দেশজুড়ে এনআরসি হোক। তা হলেই স্পষ্ট হবে অনুপ্রবেশকারীদের সংখ্যা। এ দেশে যাঁরা প্রকৃত নাগরিক তাঁদের উপর কালি ছেঁটানো হচ্ছে। তবে, এ দিন কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে তুলোধনা করেন মাদানি। তিনি জানান, দেশের মুসলিমদের নিয়ে আন্তর্জাতিক মহলে বিভ্রান্তকর মন্তব্য করছে পাকিস্তান। এ দেশের মুসলিমরা ভারতের সঙ্গে নেই, পাকিস্তানের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেন মাদানি।



আরও পড়ুন- ৮০ কেজি ধুলো থেকে বেরোচ্ছে আড়াই কেজি সোনা! আজব কাণ্ড নতুন কারখানায়


উল্লেখ্য, গত সপ্তাহে আরএসএস প্রধান মোহন ভগবতের সঙ্গে দেখা করেন মাদানি। হিন্দু-মুসলিম সম্প্রীতিরক্ষায় বিষয়ে আলোচনা হয় তাঁদের। গণপিটুনির মতো উদ্বেগজনক ঘটনা নিয়ে কথা বলেন মাদানি-ভগবত্।