ওয়েব ডেস্ক : ১৩৩ দিন বন্ধ থাকার পর অবশেষে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করল জম্মু ও কাশ্মীর। আজ সকাল থেকেই ধীরে ধীর খুলতে শুরু করেছে দোকান, অফিস থেকে স্কুল। রাস্তায় ভিড় জমাচ্ছেন মানুষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ৮ জুলাই নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কাশ্মীরে মৃত্যু হয় হিজবুল নেতা বুরহান ওয়ানির। আর তারপর থেকেই বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির সঙ্গে সংঘর্ষ দেখা দেয় পুলিস ও নিরাপত্তা বাহিনীর। অশান্ত হয়ে ওঠে কাশ্মীর। দফায় দফায় সংঘর্ষে প্রাণ যায় বহু মানুষের। প্রাণ হারাতে হয় সেনাবাহিনীর জওয়ানদেরও। পরিস্থিতি মোকাবিলায় জারি করতে হয় অনির্দিষ্টকালের জন্য কার্ফু।


উপত্যকা কবে শান্ত হবে সেই দিকেই তাকিয়ে ছিলেন সেখানকার বাসিন্দারা। অবশষে হল শান্ত। ফিরল শান্তি। উঠল কার্ফু। ১৩৩ দিন পর। তবে আক্ষেপ একটাই থেকে গেল এই শান্তি ফেরাতে প্রাণ দিতে হল ৮৬ জনকে। আহত ৫ হাজারের বেশি।