ফের অশান্ত Pulwama, সেনা এনকাউন্টারে খতম ৩ জঙ্গি
মঙ্গলবার রাত থেকেই জঙ্গি এবং বিএসএফ জওয়ানদের মধ্যে গুলির লড়াই শুরু হয়েছে৷
নিজস্ব প্রতিবেদন: সেনা জঙ্গি সংঘর্ষে ফের উত্তপ্ত কাশ্মীরের পুলওয়ামা। মঙ্গলবার রাত থেকেই জঙ্গি এবং বিএসএফ জওয়ানদের মধ্যে গুলির লড়াই শুরু হয়েছে৷ সেনা এনকাউন্টারে তিন জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। এদের মধ্যে একজন পাকিস্তানের সন্ত্রাসী দল লস্কর ই তৈবার কমান্ডার আইজাজ, যার আসল নাম আবু হুরাইরা।
বাকি দুই নিহত জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি। বুধবার সকালে টুইটে এ সংবাদ জানিয়েছেন কাশ্মীর পুলিসের ইনস্পেক্টর জেনারেল বিনয় কুমার। মঙ্গলবার গভীর রাত থেকেই এনকাউন্টার শুরু হয়েছিল।
আরও পড়ুন, মানালির ভিড়ের ছবি কোভিডকালের নয়! ভাইরাল 'ভুয়ো' ছবির পর্দাফাঁস
পুলিস সূত্রে খবর, পুলওয়ামা শহরে গা ঢাকা দিয়ে আছে জঙ্গিরা, গোপন সূত্রে এ খবর জানতে পারে জওয়ানরা। এরপরই শুরু হয় তল্লাশি অভিযান৷ জওয়ানদের দেখেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। যা পরবর্তীতে এনকাউন্টারের রূপ নেয়৷
জানা গিয়েছে তল্লাশি চালিয়ে প্রচুর বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এখনও তল্লাশি জারি রেখেছে বিএসএফ। অপর দুই নিহত জঙ্গির পরিচয় জানারও চেষ্টা চলছে।