নিজস্ব প্রতিবেদন: কাঠুয়া গণধর্ষণ ও হত্যাকাণ্ডে দায়রা আদালতে শুনানি আপাতত স্থগিত করল সুপ্রিম কোর্ট। ৭ মে সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি, ততদিন পর্যন্ত দায়রা আদালতে বিচারপ্রক্রিয়া স্থগিতের নির্দেশ দিলেন প্রধান বিচারপতি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, 'নির্যাতিতার পরিবার যাতে বিচার পায় তা সুনিশ্চিত করতে চাইছি আমরা। ঘটনার স্বচ্ছ তদন্ত ও দ্রুত শুনানিতে জোর দিতে চাইছে আদালত।'


কাঠুয়াকাণ্ডে সিবিআই তদন্তের দাবি করেছে দুই অভিযুক্ত সঞ্জি রাম ও বিশাল জনগোত্র। তবে পুলিসের তদন্তে আস্থাপ্রকাশ করেছে নির্যাতিতার পরিবার। সিবিআই তদন্তের দাবি খতিয়ে দেখা হবে বলে বৃহস্পতিবার জানিয়েছিল শীর্ষ আদালত। 


আরও পড়ুন- চিনে ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসাডর আমির খান? কী বলছে বেজিং?


শুক্রবার সুপ্রিম কোর্টে বার কাউন্সিল জানিয়েছিল, আইনজীবীদের বিরুদ্ধে কাঠুয়া তদন্তে যে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে, তা মিথ্যা। পুলিসকে চার্জশিট গঠনে বা শুনানিতে বাধা দেওয়া হয়নি। জম্মুর দায়রা আদালতের আইনজীবীরা সিবিআই তদন্তের দাবি তুলেছেন। সেই দাবির পক্ষে বার কাউন্সিলও। প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, আইনজীবীরা দোষী প্রমাণিত হলে আইন মেনেই ব্যবস্থা নেওয়া হবে।


আরও পড়ুন- নোটবন্দি ও জিএসটির জেরে আয়করের আওতায় ১৮ লক্ষ মানুষ, রাষ্ট্রসঙ্ঘে জানাল ভারত