নিজস্ব প্রতিবেদন : তীর্থযাত্রীদের জন্য খুলে গেল কেদারনাথ মন্দিরের দরজা। রবিবার সকাল ৬টা ১৫ মিনিট নাগাদ বৈদিক মন্ত্র পাঠের মধ্যে দিয়ে খোলা হল মন্দিরের দরজা। এবারের তীর্থযাত্রী ও পর্যটকদের আকর্ষণের জন্য বিশেষ ব্যবস্থা করেছে উত্তরাখণ্ড সরকার। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত জানিয়েছেন, এবছর প্রতিদিন থাকবে মহাদেবকে নিয়ে লেসার শো।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত বছর মন্দিরের দরজা খোলার সময় সেখানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময়ই তিনি ঘোষণা করেছিলেন তীর্থযাত্রীদের জন্য উন্নত ব্যবস্থা করা হবে রাস্তাজুড়ে। তারপর থেকেই কাজ শুরু হয় সেখানে। তীর্থযাত্রী ও পর্যটকরা যাতে সহজে মন্দিরে যাতায়াত করতে পারেন তারজন্যে রাজ্য সরকারের তরফে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।


আরও পড়ুন- ফের বেফাঁস বিপ্লব, সরকারি চাকরির আশা ছেড়ে পান বিক্রির পরামর্শ তরুণ প্রজন্মকে


গৌরীকুণ্ড থেকে কেদারনাথ যাওয়ার পথে থাকছে পর্যাপ্ত বিদ্যুতের ব্যবস্থা। এছাড়াও জল ও থাকা-খাওয়ার সুব্যবস্থা রাখা হয়েছে সেখানে। পথে কেউ অসুস্থ হয়ে পড়লে, প্রতি কিলোমিটারে থাকছেন এক থেকে দু'জন করে চিকিত্সক। সেই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য।


উল্লেখ্য, গঙ্গোত্রী ও যমুনত্রী আগেই খুললেও, আগামী সোমবার থেকে বদ্রিনাথের দরজা খুলবে সোমবার থেকে।