কেরলে ইতিহাস গড়ে ফেললেন রাহুল গান্ধীর কেন্দ্রের এই উপজাতি তরুণী
এবার সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়েছেন বম্বে আইআইটির প্রাক্তন ছাত্র কনিষ্ক কাটারিয়া, দ্বিতীয় স্থানে রয়েছেন অশোক জৈন। তৃতীয় ও চতুর্থ হয়েছেন জুনেইদ আহমেদ ও শ্রেয়াংশ কামাথ
নিজস্ব প্রতিবেদন: ইতিহাস গড়ে ফেললেন ওয়াইনাডের তরুণী শ্রীধন্যা সুরেশ।
কেরলে এই প্রথম সিভিল সার্ভিস পরীক্ষায় পাস করলেন কোনও উপজাতি তরুণী। তাঁর কেন্দ্রের এক তরুণী এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওয়াইনাডের কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী। অভিনন্দন জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
আরও পড়ুন-পাহাড়ে এবার দেড় লক্ষ ভোটে জিতবে তৃণমূল: বিনয় তামাং
বছর বাইশের শ্রীধন্যা ইউপিএসসির ২০১৮ সালের পরীক্ষায় গোটা দেশে ৪১০ নম্বর স্থানে রয়েছেন। শুক্রবার ওই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তাঁকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তাঁর ফেসবুক পোস্টে বিজয়ন লিখেছেন, সামাজিক সমস্যার সঙ্গে লড়াই করে সিভিল সার্ভিস পরীক্ষায় সাফল্য পেয়েছেন শ্রীধন্যা। তাঁর সাফল্য অনেককে অনুপ্রেরণা জোগাবে। প্রসঙ্গত, এবার কেরল থেকে ২৯ জন এই পরীক্ষায় পাস করেছেন।
শ্রীধন্যাকে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও। টুইটারে তিনি লিখেছেন, শ্রীধন্যার কঠোর পরিশ্রম ও মেধা তাঁকে সাফল্য এনে দিয়েছে। শ্রীধন্যা ও তাঁর পরিবারকে স্বাগত জানাচ্ছি। আশাকরি নিজের কর্মজীবনেও সফল হবে শ্রীধন্যা।
আরও পড়ুন-দেশকে নতুন উচ্চতায় পৌঁছে দিতেই তৈরি হয়েছিল বিজেপি, দলের প্রতিষ্টা দিবসে সমর্থকদের বার্তা মোদীর
উল্লেখ্য, এবার সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়েছেন বম্বে আইআইটির প্রাক্তন ছাত্র কনিষ্ক কাটারিয়া, দ্বিতীয় স্থানে রয়েছেন অশোক জৈন। তৃতীয় ও চতুর্থ হয়েছেন জুনেইদ আহমেদ ও শ্রেয়াংশ কামাথ। মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন শ্রুস্তি দেশমুখ।