নিজস্ব প্রতিবেদন: করোনার তৃতীয় ঢেউ ইতিমধ্যেই উদ্বেগ বাড়িয়েছে দেশে। গত ২৪ ঘণ্টায় প্রায় ২২০০০ মানুষ কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছে কেরলে। দেশের মোট করোনা আক্রান্তের অর্ধেকের বেশি কেরলের।  যা যথেষ্ট আতঙ্কের বিষয় কেরল সরকারের কাছে। সেই বিষয়টি মাথায় রেখেই এবার সপ্তাহান্তে লকডাউন শুরু করল কেরল সরকার। শনি ও রবি সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটল পিনারাই বিজয়ন প্রশাসন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিষয়টি নিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ চিঠি লিখেছেন কেরলের স্বাস্থ্য সচিবকে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বৃহস্পতিবার সকালে টুইট করে জানিয়েছেন, কেন্দ্রের ৬ জন সদস্যের দল পরিস্থিতি খতিয়ে দেখতে কেরল যাচ্ছে। 


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেন, National Centre for Disease Controlএর চিকিৎসকের প্রতিনিধিত্বে ৬ সদস্যের এক প্রতিনিধি দল কেরল যাচ্ছেন। এখনও পর্যন্ত বিশাল সংখ্যক কোভিড আক্রান্তের খবর মিলছে। 


আরও পড়ুন, খুন নাকি দুর্ঘটনা! CCTV Clip Viral হতেই CBI তদন্তের অনুরোধ নেটনাগরিক ও পরিবারের



আরও পড়ুন, ৩৭০ ধারা বাতিলের পর 'শান্ত' সোপিয়ান, মূল স্রোতে ফিরছে Kashmir-এর একাংশ


বেশ কিছু জেলা রয়েছে যেখানে করোনা সংক্রমণ বেশি। কেরলের সেই জেলাগুলির মধ্যে রয়েছে- মালাপ্পুরম, ত্রিশূর, কোজিকোডে, এরনাকুলম, পালাক্কড, কোল্লাম, কান্নুর, ত্রিরুবনন্তপুরম। সম্প্রতি ICMR-এর সেরো সার্ভেতে দেখা গিয়েছে ১৪ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত সময়কালের হিসেবে কেরলের ৪৪.৪ বাসিন্দাদের শরীরে কোভিড অ্যান্টিবডি রয়েছে।