তৃতীয় ঢেউয়ের শঙ্কা, সপ্তাহান্ত লকডাউন শুরু Kerala-য়
দেশের মোট করোনা আক্রান্তের অর্ধেকের বেশি কেরলের।
নিজস্ব প্রতিবেদন: করোনার তৃতীয় ঢেউ ইতিমধ্যেই উদ্বেগ বাড়িয়েছে দেশে। গত ২৪ ঘণ্টায় প্রায় ২২০০০ মানুষ কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছে কেরলে। দেশের মোট করোনা আক্রান্তের অর্ধেকের বেশি কেরলের। যা যথেষ্ট আতঙ্কের বিষয় কেরল সরকারের কাছে। সেই বিষয়টি মাথায় রেখেই এবার সপ্তাহান্তে লকডাউন শুরু করল কেরল সরকার। শনি ও রবি সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটল পিনারাই বিজয়ন প্রশাসন।
বিষয়টি নিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ চিঠি লিখেছেন কেরলের স্বাস্থ্য সচিবকে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বৃহস্পতিবার সকালে টুইট করে জানিয়েছেন, কেন্দ্রের ৬ জন সদস্যের দল পরিস্থিতি খতিয়ে দেখতে কেরল যাচ্ছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেন, National Centre for Disease Controlএর চিকিৎসকের প্রতিনিধিত্বে ৬ সদস্যের এক প্রতিনিধি দল কেরল যাচ্ছেন। এখনও পর্যন্ত বিশাল সংখ্যক কোভিড আক্রান্তের খবর মিলছে।
আরও পড়ুন, খুন নাকি দুর্ঘটনা! CCTV Clip Viral হতেই CBI তদন্তের অনুরোধ নেটনাগরিক ও পরিবারের
আরও পড়ুন, ৩৭০ ধারা বাতিলের পর 'শান্ত' সোপিয়ান, মূল স্রোতে ফিরছে Kashmir-এর একাংশ
বেশ কিছু জেলা রয়েছে যেখানে করোনা সংক্রমণ বেশি। কেরলের সেই জেলাগুলির মধ্যে রয়েছে- মালাপ্পুরম, ত্রিশূর, কোজিকোডে, এরনাকুলম, পালাক্কড, কোল্লাম, কান্নুর, ত্রিরুবনন্তপুরম। সম্প্রতি ICMR-এর সেরো সার্ভেতে দেখা গিয়েছে ১৪ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত সময়কালের হিসেবে কেরলের ৪৪.৪ বাসিন্দাদের শরীরে কোভিড অ্যান্টিবডি রয়েছে।