নিজস্ব প্রতিবেদন: কেরলে নতুন করে ৬ জনের দেহে মিলল করোনাভাইরাস। কর্ণাটকে আক্রান্ত হলেন আরও ৩ জন। পুনে থেকে ২ জনের করোনা আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। সবেমিলিয়ে দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৫৭। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-“নতুন করে শুরু করতে চাই”, কংগ্রেস থেকে ইস্তফা দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া


এখনও পর্যন্ত দিল্লি, আগ্রা, পঞ্জাব, বেঙ্গালুরু, তেলঙ্গানা, কেরল, কাশ্মীর থেকে করোনাভাইরাস আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। প্রত্যকটি জায়গাতেই আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে। কেরলে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২। পঞ্জাবে এক ব্যক্তি ইতালি থেকে ফিরেছিলেন। তাঁর দেহেও ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে।


এদিকে, মঙ্গবারই ইরান থেকে ৫৮ জনকে ভারতে ফেরানো হয়েছে। সোমবার সন্ধেয় তাদের দেশে ফেরত আনতে তেহরানের উদ্দেশ্য উড়ে যায় বায়ুসেনার একটি সি-১৭ বিমান। মঙ্গলবার সকালে তাদের নিয়ে হিন্দন বায়ুসেনা ঘাঁটিতে নামে বিমানটি।


এদিকে, করোনাভাইরাসে অস্তিত্ব মিলেছিল কেরলে। সোমবার রাজ্যের ৩ বছরের এক শিশু ও জম্মুর ৬৩ বছরের এক বৃদ্ধা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শিশুটিকে এরনাকুলাম মেডিক্যাল কলেজের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। গত সপ্তাহেই বাম-মার সঙ্গে ইতালি থেকে ফিরেছে সে।


জম্মুর ওই বৃদ্ধা সম্প্রতি ইরানে গিয়েছিলেন। জম্মু ও কাশ্মীরের দুটি কেসের মধ্যে এটি একটি। জম্মুর গভরমেন্ট হাসপাতালে ওই বৃদ্ধার চিকিত্সা হচ্ছে। লাদাখের ২ জনের দেহে পাওয়া গিয়েছে করোনাভাইরাস। আতঙ্কে বন্ধ করে দেওয়া হয়েছে কাশ্মীর বহু স্কুল। ওই দুজন সম্প্রতি ইরানে গিয়েছিলেন।


আরও পড়ুন-গৃহবধূর সঙ্গে 'ঘনিষ্ঠ' সম্পর্ক, দেড় মাস পর জঙ্গলে মিলল যুবকের প্যাকেট বন্দি দেহ


এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে গোটা পৃথিবীতে মৃত্যু হয়েছে ৩,০০০ বেশি মানুষের। আক্রান্ত ১০০ বেশি দেশের মানুষ। দিল্লি ও উত্তরপ্রদেশ থেকে দুজন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে আগ্রা, তেলঙ্গানা, জয়পুর থেকেও।


রবিবার কেরলের একটি পরিবারের ৫ সদস্যের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব মেলে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ওই পরিবারটি সম্প্রতি ইতালি থেকে ফিরেছে। ওই পাঁচজনকেই হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।