নিজস্ব প্রতিবেদন: দেশের বিশিষ্ট পোশাক বিপণী ফ্যাব ইন্ডিয়ার বিরুদ্ধে আইনি নোটিশ দিল খাদি ও গ্রামদ্দোগ কমিশন। শুধু তাই নয় ফ্যাব ইন্ডিয়ার কাছে ৫২৫ কোটি টাকাও দাবি করেছে খাদি অ্যান্ড ভিলেজ ইনডাস্ট্রিজ কমিশন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কোন আইনি নোটিশ? অভি‌যোগ, খাদির ট্রেডমার্ক চরকা ব্যবহার করে পোষাক বিক্রি করছে ফ্যাব ইন্ডিয়া। এনডিটিভির খবর অনু‌যায়ী, খাদির পক্ষ থেকে ফ্যাব ইন্ডিয়াকে সতর্ক করে দেওয়া হয়েছে, তারা ‌যদি খাদির ট্রেডমার্ক ব্যবহার করা বন্ধ না করে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আরও পড়ুন-ঝুলন-স্মৃতিতে বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকা


খাদির পক্ষ থেকে আরও জাননো হয়েছে, গত ২৯ জানুয়ারি ওই আইনি নোটিশ ফ্যাব ইন্ডিয়াকে পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে সাত দিনের মধ্যে নোটিশের উত্তর দিতে হবে। তা না হলে নিজেদের সুনাম বজায় রাখার জন্য আদালতে ‌যাবে খাদি।


এদিকে খাদির ওই অভি‌যোগ উড়িয়ে দিয়েছে ফ্যাব ইন্ডিয়া। সংস্থার এক মুখপাত্র সংবাদ মাধ্যমে জানিয়েছেন, খাদির ওই অভি‌যোগ ভিত্তিহীন। আইনি নোটিশ এলে আইনের পথেই লড়াই করা হবে।