ওয়েব ডেস্ক:  প্রধানমন্ত্রীর করা প্রতিশ্রুতির ২৪-ঘণ্টার মধ্যে হাঁটু ইমপ্ল্যান্টের দামের ঊর্ধ্বসীমা বেঁধে দিল কেন্দ্র। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথোরিটি (এনপিএএ) হাঁটুর অস্ত্রোপচারে বহুল ব্যবহৃত ক্রোমিয়াম কোবাল্ট নি ইমপ্ল্যান্টের দামের ঊর্ধ্বসীমা ৫৪,৭২০ টাকা রেখেছে। বর্তমানে এই ইমপ্ল্যান্টের এক-একটির দাম গড়ে প্রায় দেড় থেকে আড়াই লক্ষ টাকা করে পড়ে।
গতকালই, লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন, এবার থেকে হাঁটুর অস্ত্রোপচারের খরচ কমবে। সেই উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে এদিন এদিন কেন্দ্রীয় সার ও রাসাযনিক মন্ত্রী অনন্ত কুমার বলেন, এর আগে, কার্ডিয়াক স্টেন্টের দাম কমিয়েছিল কেন্দ্র। এখন নি-ইমপ্ল্যান্টের দাম কমানো হল। এর ফলে, ফি-বছর অস্ত্রোপচার করতে আসা রোগীদের ১,৫০০ কোটি টাকা সাশ্রয় হবে বলে মনে করা হচ্ছে। প্রতি বছর প্রায় ১.৫ লক্ষ মানুষ হাঁটুর অস্ত্রোপচার করে থাকেন। সেই হিসেবে প্রতি বছর প্রায় ১৫০০ কোটি টাকা বাঁচাতে পারবেন রোগীর পরিবার।