ওয়েব ডেস্ক: এখন সব কিছুতেই আধার নম্বর বাধ্যতামূলক করে দিয়েছে সরকার । আধার নম্বর ছাড়া আপনি সরকারি কোনও সুবিধা কিংবা পরিষেবা ব্যবহার করতে পারবেন না। এমনকী মোবাইল ফোন ব্যবহারেও আধার নম্বর বাধ্যতামূলক।


ডাউনলোড স্পীডে আইডিয়া-এয়ারটেলকে পিছনে ফেলে দিল জিও


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লক্ষ লক্ষ মানুষ তাঁদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টটি অনলাইনে ব্যবহার করেন। প্রভিডেন্ট ফান্ডের জন্যেও এখন বাধ্যতামূলক আধার নম্বর। কিন্তু কীভাবে EPF -র সঙ্গে আপনার আধার নম্বর লিঙ্ক করবেন? জেনে নিন-


১) প্রথমে EPFO -র ওয়েবসাইট https://unifiedportal-mem.epfindia.gov.in এ যান।


২) এবার সেখানে লগ ইন এবং পাসওয়ার্ড দিন।


৩) লগ ইন এবং পাসওয়ার্ড দেওয়ার পর KYC অপশন পাবেন।


৪) এবার সেখানে link your Aadhaar card with EPF অপশনে যান।


৫) এবার সেখানে প্রয়োজনীয় তথ্য যেমন আপনার নাম, আধার নম্বর দিন।


৬) সেভ করুন।


৭) আপনার EPF আধার নম্বরের সঙ্গে লিঙ্ক হয়ে গিয়েছে।


দশম আইপিএলের একমাত্র ব্যাটসম্যান হার্দিক পাণ্ডিয়া, এখনও আউটই হননি!