ওয়েব ডেস্ক: গতকাল রাত বারোটা থেকেই নিষিদ্ধ হয়ে গিয়েছে ৫০০ এবং ১০০০ টাকার সমস্ত নোট। পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোটে আর কোনও লেনদেন করা যাবে না। আজ সারা দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। আজ এবং আগামিকাল বন্ধ থাকবে এটিএম। কিন্তু কত দিনের মধ্যে পুরনো নোট পালটাতে পারবেন? কেন্দ্রের তরফ থেকে জানা গিয়েছে, পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট পরিবর্তনের জন্য দেশের মানুষকে ৫০ দিন সময় দিচ্ছে কেন্দ্র। অর্থাত্‌, ১০ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর-এর মধ্যে পালটে ফেলতে হবে সমস্ত পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট।