ওয়েব ডেস্ক : নজিরবিহীন উদ্যোগ নেওয়া হল কোচি মেট্রোতে। কোচি মেট্রোর বিভিন্ন পদে নিয়োগ করা হবে ২৩ জন রূপান্তরকামীকে। যোগ্যতার ভিত্তিতে টিকিট কাউন্টার, হাউজকিপিং প্রভৃতি নিয়োগ করা হবে তাদের। নিঃসন্দেহে এটি একটি বড় উদ্যোগ। এই প্রথমবার সরকারি কোনও সংস্থায় এত বড় মাত্রায় তৃতীয় লিঙ্গের নিয়োগ হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কোচি মেট্রোর জনসংযোগ ম্যানেজার জানিয়েছেন, পরবর্তীতে এই সংখ্যাটা ৬০-এ নিয়ে যাওয়া তাদের লক্ষ্য। বর্তমানে ২৩ জনের মধ্যে ১৮ জন হাউজকিপিংয়ের কাজ করবে। বাকিরা থাকবে টিকিট কাউন্টারে। আরও জানিয়েছেন, প্রশিক্ষণে তাঁরা প্রত্যেকেই খুব ভালো ফল করেছেন।


কোচি মেট্রোর প্রথম দফায় আলুভা থেকে পালারিভাট্টমের কাজ শেষ পথে। আগামী মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যাত্রা শুভ উদ্বোধন করবেন।  


আরও পড়ুন, বিশ্বের বৃহত্তম 'যোগীমূর্তি'কে গিনেসের স্বীকৃতি!