তৃতীয় টি-২০ ম্যাচের শেষে টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি হাতে উঠবে বিরাটের
দক্ষিণ আফ্রিকায় শেষ তথা তৃতীয় ম্যাচ জিতে টেস্টে শীর্ষ স্থান নিশ্চিত করেছেন বিরাট কোহলি।
নিজস্ব প্রতিবেদন: টিটোয়েন্টি সিরিজের নির্ণায়ক ম্যাচে ফল যাই হোক না কেন, ম্যাচের শেষে ট্রফি পাচ্ছেন বিরাট কোহলি। নিউল্যান্ডস স্টেডিয়ামে তৃতীয় টিটোয়েন্টি ম্যাচের পর বিরাটের হাতে উঠতে চলেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি।
আইসিসির এই ট্রফি ভারত অধিনায়কের হাতে তুলে দেবেন সুনীল গাভস্কর ও গ্রেম পোলক। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে টিম ইন্ডিয়া। তবে জোহানেসবার্গে শেষ তথা তৃতীয় টেস্টে দারুণ প্রত্যাবর্তন করে বিরাটবাহিনী। সেই সঙ্গে টেস্টে শীর্ষস্থানও পাকা হয়। এপ্রিলের আগে তাদের সেই জায়গা ছাড়তে হবে না, তা শেষ টেস্ট জিতে নিশ্চিত করেছেন বিরাটরা।
টেস্টে এক নম্বর দল হিসেবে বিরাটকে ট্রফি দিয়ে পুরস্কৃত করবে আইসিসি। রয়েছে ১ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কারও। উল্লেখ্য, একদিনের ক্রিকেটেও শীর্ষ স্থান এখন ভারতের দখলে।
আরও পড়ুন- শ্রীলঙ্কা-বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নবীনদের পাঠাচ্ছে ভারত