ওয়েব ডেস্ক: তোলাবাজির হাওয়া এবার বিমানবন্দরেও। তোলার টাকা না দিলে উড়িয়ে দেওয়া হবে কলকাতা বিমানবন্দর। এবার এমনটাই হুমকি মেইল কলকাতা বিমানবন্দরের ম্যানেজারকে। এয়ারপোর্টের ম্যানেজার জানিয়েছেন, এক ব্যক্তি তাঁকে ফোন করে ইংরেজিতে বেশ কয়েক হাজার ডলারের দাবি করেন। পরে বিমানবন্দরের কাছে একটি মেইল আসে। এই মেইলে হুমকি দেওয়া হয়, দাবি না মেটালে ২৪ ঘণ্টার মধ্যে বিমানবন্দর উড়িয়ে দেওয়া হবে।  


হুমকির জেরে সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে নিরাপত্তার আয়োজন। নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে মুড়ে মেলা হয়েছে কলকাতা বিমানবন্দর। প্রাথমিক তদন্তে জানা গেছে মেইলটি এসেছে জার্মানি থেকে।