কলকাতা থেকে সরাসরি বাস যাবে আগরতলা। ভায়া ঢাকা। বাংলাদেশের মধ্যে দিয়ে যাতায়াতের পরীক্ষামূলক যাত্রা শুরু হল সোমবার। এসপ্তাহেই নরেন্দ্র মোদীর সফরের সময় ওই বাস পরিষেবা আনুষ্ঠানিক ভাবে চালু হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কলকাতা-ঢাকা বাস সার্ভিস চালু আছে। আগরতলা থেকে ঢাকা বাসে করেই চলে যাওয়া যায়। কিন্তু কলকাতা থেকে একবাসে সরাসরি আগরতলা যাওয়ার কোনও উপায় এতদিন ছিল না। অবশেষে বাধা কাটল। বাংলাদেশের মধ্যে দিয়েই সরাসরি আগরতলায় ছুটল বাস। সোমবার সল্টলেক থেকে শুরু হল বাসের পরীক্ষামূলক যাত্রা।


৪৫ আসনের এসি ভলভো বাসটি যাবে সপ্তাহে তিন দিন। সোম-বুধ-শুক্র। কলকাতা-আগরতলার ভাড়া হবে ১ হাজার ৮২৫ টাকা। পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে বাস যাবে বাংলা দেশে। এরপর পদ্মা পেরিয়ে ত্রিপুরার আখাউড়া সীমান্ত দিয়ে বাস পৌছবে আগরতলায়। জুনের ছয় সাত, জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর। সেই সময় থেকেই দুই দেশের সৌহার্দ্যে বাসরুট সর্বসাধারণের জন্য চালু হবে।