Kotak Electoral Bond: বিজেপি-র পকেটে গেছে টাকা, ইলেকটোরাল বন্ডে ৬০ কোটি অনুদান প্রমোটারদের
মুম্বইয়ের ইনফিনা ফাইন্যান্স ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) ৬০ কোটি টাকার নির্বাচনী বন্ড দান করেছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই)-র নির্বাচন কমিশনকে দেওয়া তথ্য অনুসারে এনবিএফসি ফার্ম ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে এক কোটি টাকার মূল্যে এই বন্ডগুলি কিনেছিল। এই তথ্য গত মাসে প্রকাশ করা হয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইনফিনা ফাইন্যান্স, কোটাক মাহিন্দ্রা ব্যাংকের অন্যতম প্রোমোটার সংস্থার নাম জড়াল ইলেক্টোরাল বন্ডে। কোটাক ব্যাংক বর্তমানে আরবিআই অ্যাকশনের মুখোমুখি। জানা গিয়েছে বিজেপিকে ৬০ কোটি টাকার নির্বাচনী বন্ডে দান করেছিল এই ইনফিনা।
ইনফিনা ফাইন্যান্স, কোটাক পরিবারের মালিকানাধীন। এটি কোটাক মাহিন্দ্রা ব্যাংকের প্রোমোটার গোষ্ঠী হিসাবে তালিকাভুক্ত। এটি বেসরকারি খাতের ঋণদাতার কোনও শেয়ারের মালিক নয়। কোটাক ব্যাংককে আরবিআই নতুন ক্রেডিট কার্ড ইস্যু করতে বাধা দিয়েছে।
BSE এর সঙ্গে শেয়ারহোল্ডিং ডেটা অনুসারে, মার্চ ২০২৪ পর্যন্ত, কোটাক মাহিন্দ্রা ব্যাংকের প্রোমোটার এবং প্রোমোটার গোষ্ঠীর ২৫.৮৯ শতাংশ শেয়ার রয়েছে।
উদয় কোটক হলেন কোটাক মাহিন্দ্রা ব্যাংকের প্রবর্তক এবং একক বৃহত্তম শেয়ারহোল্ডার। তাঁর ২৫.৭১ শতাংশ শেয়ার রয়েছে। বাকি ০.১৮ শতাংশ শেয়ার অন্যান্য প্রোমোটার গ্রুপ সত্তার হাতে রয়েছে।
আরও পড়ুন: Kotak Mahindra Bank: RBI-এর নিষেধাজ্ঞা! এক ধাক্কায় ১০% কমল কোটাক ব্যাংকের শেয়ারের দাম
মুম্বইয়ের ইনফিনা ফাইন্যান্স ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) ৬০ কোটি টাকার নির্বাচনী বন্ড দান করেছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই)-র নির্বাচন কমিশনকে দেওয়া তথ্য অনুসারে এনবিএফসি ফার্ম ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে এক কোটি টাকার মূল্যে এই বন্ডগুলি কিনেছিল। এই তথ্য গত মাসে প্রকাশ করা হয়।
ইনফিনা ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড-এর ওয়েবসাইট অনুসারে, ২০০৮ সালে ইনকর্পোরেটেড হয়েছিল এবং এটি পুঁজিবাজারে অর্থায়ন এবং মালিকানাধীন ট্রেডিং এবং বিনিয়োগের ব্যবসায় রয়েছে।
ইনফিনা, একটি ডিপোজিট গ্রহণ না করা, পদ্ধতিগতভাবে গুরুত্বপূর্ণ নন-ব্যাংকিং আর্থিক সংস্থা। এটি RBI-তে নিবন্ধিত। ২০২২-২৩ সালে ১০৫.৫৫ কোটি টাকা প্রফিট করেছে। ফার্মটি অর্থবর্ষে মোট ২২৭.৮৪ কোটি টাকা আয় করেছে।
আরও পড়ুন: Kerala: তাঁর চড়েই মরেছেন স্ত্রী! নেশায় ভুল ভেবে নিজের প্রাণ কাড়লেন যুবক...
বুধবার, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই) কোটাক মাহিন্দ্রা ব্যাংককে তাদের অনলাইন এবং মোবাইল ব্যাংকিং চ্যানেলগুলির মাধ্যমে নতুন গ্রাহকদের অনবোর্ড করতে বাধা দিয়েছে। পাশাপাশি নিয়ন্ত্রক ঋণদাতার আইটি ঝুঁকি ব্যবস্থাপনায় ‘গুরুতর ঘাটতি’ খুঁজে পাওয়ার পরে অবিলম্বে নতুন ক্রেডিট কার্ড ইস্যু করতেও বাধা দিয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)