ওয়েব ডেক্স : সেনা ও পুলিশের যৌথ অভিযানে অবশেষে ৫ জঙ্গিকে নিকেশ করা হল। এই ঘটনায় ৪ জন সেনা জওয়ানও আহত হয়েছেন। তাঁদের চিকিত্‍সার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আজ সকালে কাশ্মীরের কুপওয়ারা জেলার দ্রাগমুল্লা গ্রামে তল্লাশি চালানোর সময় হঠাত্‍ই জওয়ানদের উপর হামলা চালায় জঙ্গিরা। খবর পেয়ে সেখানে পৌঁছয় কুপওয়ারা থানার পুলিশ। শুরু হয় যৌথ অভিযান। অবশেষে আজ বিকেল নাগাদ জঙ্গিদের ওই দলের ৫ সদস্যকে নিকেশ করা হয়। গোটা এলাকাটি ঘিরে রাখা হয়েছে।