নিজস্ব প্রতিবেদন: এলএসিতে উত্তেজনার মধ্যেই কিছুটা হলেও একটা মধ্যস্থতা হল দুপক্ষের মধ্যে। সোমবার দুপক্ষের কমান্ডার পর্যায়ের ষষ্ঠ বৈঠকে ঠিক হয়েছে ভারত ও চিন কেউই ফ্রন্টলাইনে অতিরিক্ত সেনা পাঠাবে না। পূর্ব লাদাখে বর্তমানে যে অবস্থা রয়েছে তা বজায় রাখা হবে। মঙ্গলবার বিষয়টি জানানো সংবাদমাধ্যমে জানানো হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-লক্ষ্য একুশের নির্বাচন, কলকাতায় এলেন মোহন ভাগবত, বৈঠক বিজেপি নেতাদের সঙ্গেও! 


গত কালের বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল লাদাখের উত্তেজনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দুপক্ষই চায় এলএসিতে সুস্থিতি বজায় থাকুক। এলাকার উত্তেজনা নিয়ে দুদেশের কূটনৈতিক পর্যায়ে যে আলোচনা হয়েছে তা মেনে চলা হবে।


ওই বৈঠকে আরও ঠিক হয়েছে, এই উত্তেজক পরিস্থিতিতে কোনও ভাবেই দুপক্ষের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন করা হবে না, কোনও ভুল বোঝাবুঝিকে প্রশ্রয় দেওয়া হবে না। একতরফা ভাবে কেউই তার অবস্থান বদল করবে না। পাশাপাশি যত তাড়াতাড়ি সম্ভব কমান্ডার পর্যায়ে দুদেশের মধ্যে সপ্তম বৈঠক হবে।


আরও পড়ুন-২০১৫ সাল থেকে মোট ৫৮ দেশ সফর করেছেন মোদী, খরচ কত জানেন!


ভারতের পক্ষে মলডোর ওই বৈঠকে ছিলেন, ১৪ নম্বর কর্পের প্রধান লেফটেন্যান্ট জেনারেল হরিন্দার সিং ও লেফটেন্যান্ট জেনারেল পিজিকে মেনন। সোমবার ওই বৈঠক চলে সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত।