ওয়েব ডেস্ক : চলছিল পুলিস প্রশিক্ষণ। ক্লাসে উপস্থিত সবাই। আচমকাই টেবিলের উপর উঠে দাঁড়িয়ে পড়লেন এক মহিলা পুলিস কনস্টেবল। আর তারপর তিনি যেটা করলেন....উপস্থিত সবার চক্ষু তখন চড়কগাছ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ক্লাসের মাঝপথেই টেবিলের উপর উঠে নাচতে শুরু করে দেন ওই মহিলা পুলিস কনস্টেবল। গানের সঙ্গে কোমর দুলিয়ে সে একেবারে বেদম নাচ। বাইরের কোনওদিকে তখন খেয়াল নেই ওই মহিলা পুলিসকর্মীর। প্রথমে হকচকিয়ে গেলেও, ক্লাসে উপস্থিত সবাইকেই পরে বেশ উপভোগ করতে দেখা যায় সেই নাচ।


নাম জানা না গেলেও, জানা গেছে ঘটনাটি হরিয়ানার। সোশ্যাল মিডিয়ায় ফুটেজটি ছড়িয়ে পড়তেই তা এখন ভাইরাল। দেখুন সেই ভিডিও-



আরও পড়ুন, নোট বাতিলের জের, ফিরে এল 'দেনাপাওনা'র নিরুপমার স্মৃতি