নিজস্ব প্রতিবেদন : ভাইকে জেলে যেতে হবে শুনেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন লালু প্রসাদ যাদবে দিদি। পশুখাদ্য কেলেঙ্কারীতে অভিযুক্ত লালু প্রসাদকে ৬ জানুয়ারি থেকে সাড়ে তিন বছরের কারাবাসের নির্দেশ দিয়েছে রাঁচীর আদালত। সেই খবর শোনামাত্রই হৃদরোগে আক্রান্ত হন তাঁর দিদি গঙ্গোত্রী দেবী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- লালুপ্রসাদ যাদবকে সাড়ে ৩ বছরের কারাবাসের সাজা শোনাল আদালত


লালু যাদবের ছেলে তেজস্বী জানিয়েছেন, ভাইয়ের(লালু প্রসাদ যাদব) সাজা ঘোষণার দিন সকাল থেকেই প্রার্থনায় বসেছিলেন দিদি। ভাইকে যেন জেলবন্দি না হতে হয়। না খেয়ে সারাদিনই কেটেছে তাঁর প্রার্থনায়। বিকেলে সাজা ঘোষণা হওয়ার পর মানসিক ভাবে ভেঙে পড়েন গঙ্গোত্রী দেবী। রবিবার সকালে তাঁর মৃত্যু হয়।


দিদির শেষকৃত্যে যাতে লালু প্রসাদ যোগ দিতে পারেন, তার জন্য ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে প্যারোলের আবেদন করা হয়েছে। তবে, আইনি জটিলতার জন্য তা হয়তো সম্ভব হবে না বলে জানা যাচ্ছে।