বিজেপি বিরোধী সভায় ভিড় দেখাতে ভুয়ো ছবি পোস্ট লালুপ্রসাদের
ওয়েব ডেস্ক: পাটনার গান্ধী ময়দানে বিজেপি বিরোধী সভার চেয়েও আলোচনার বিষয় হয়ে উঠল লালুপ্রসাদ যাদবের ট্যুইট। সভার সাফল্য দেখাতে এদিন একটি ছবি ট্যুইট করেন আরজেডি সুপ্রিমো। ওই ছবিতে দেখা যাচ্ছে, গান্ধী ময়দানে তিল ধারণের জায়গা নেই। নিজের রাজনৈতিক পেশীশক্তি দেখানোই লালুর উদ্দেশ্য।
আরজেডি সুপ্রিমো ট্যুইটারে লিখেছেন, ‘লালুর গড়ে কেউ টেক্কা দিতে পারবে না। এসে গুণে যাও কত লোক হয়েছে।’ এই ছবিটি ব্যুমেরাং হয়েছে লালুর কাছেই। ট্যুইটারে আরজেডি প্রধানকে নিয়ে শুরু হয়ে গিয়েছে মস্করা। প্রচুর লোক দেখাতে গিয়ে ছবি ফটোশপ করা হয়েছে।আসল ছবি ট্যুইট করেছে সংবাদসংস্থা এএনআই।
ট্যুইটারে কারও খোঁচা, এর চেয়ে ভাল ফটোশপ আমি করতে পারি। কেউ আবার বলছেন, ছবিতেও দুর্নীতি। কারও কটাক্ষ, নিজেদের দুই অশিক্ষিত ছেলেদের দিয়ে ফটোশপ করিয়েছেন নাকি!
এদিন পাটনার গান্ধী ময়দানে বিজেপি বিরোধী সভায় নীতীশ কুমার ও নরেন্দ্র মোদীকে একহাত নিয়েছেন লালুপ্রসাদ যাদব।
আরও পড়ুন, পটনায় বিরোধী ঐক্যকে শক্তিশালী করার ডাক মমতার