ওয়েব ডেস্ক : টাটা গোষ্ঠীর চেয়ারম্যান বদলে টাটার শেয়ারে ধাক্কা। তার প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। শেয়ারের দাম পড়েছে  টিসিএস, টাটা স্টিল, টাটা মোটরস, টাটা পাওয়ারে। তিন থেকে পাঁচ শতাংশ পড়ে গেছে শেয়ারের দাম। সেনসেক্স পড়েছে ৯১ পয়েন্ট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতকাল মুম্বইয়ে বোর্ড মিটিং শেষে টাটাগোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয় সাইরাস মিস্ত্রিকে। ২০১২-র  ডিসেম্বরে ৬০ হাজার কোটি টাকার টাটাগোষ্ঠীর কর্ণধারের দায়িত্ব নিয়েছিলেন সাইরাস মিস্ত্রি। কিন্তু, এক-দু বছর পর থেকেই তাল কাটতে শুরু করে। বিভিন্ন বিষয়ে রতন টাটার সঙ্গে মতবিরোধ শুরু হয় সাইরাসের। তারসঙ্গে যোগ হয় টাটা গোষ্ঠী বিভিন্ন কোম্পানির খারাপ পারফরম্যান্স।


সাইরাস মিস্ত্রির সিদ্ধান্তে অখুশি ছিলেন শেয়ার হোল্ডাররাও। ৪ বছরে শেয়ার হোল্ডারদের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেননি সাইরাস মিস্ত্রি। গত আর্থিক বছরে টাটা গোষ্ঠীর ব্যবসা প্রায় ৩০ হাজার কোটি টাকা কমেছে। মুনাফা কমেছে ইন্ডিয়ান হোটেলস, টাটা কেমিক্যালস, টাটা পাওয়ার, টাটা মোটরস ও টাটা স্টিলের।