নিজস্ব প্রতিবেদন: নয়া তথ্য-প্রযুক্তি নিয়ম নিয়ে কেন্দ্রের সঙ্গে সোশ্যাল মিডিয়া সংস্থাগুলোর দ্বন্দ্ব তুঙ্গে। এই পরিস্থিতিতে মুখ খুললেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। নয়া তথ্য-প্রযুক্তি নিয়মকে সমর্থন জানিয়ে তাঁর প্রশ্ন, ‘যদি কোনও মহিলা অভিযোগ করেন, সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয়েছে, তখন তাঁকে কী বলব? তাঁকে কি আমি বলব আমেরিকায় গিয়ে অভিযোগ দায়ের করুন?’


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একটি জাতীয় সংবাদ মাধ্যমেকে দেওয়া সাক্ষাৎকারে দেশের সার্বভৌমত্বের পক্ষে সওয়াল করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। তিনি বলেন, “যদি কোনও মহিলা অভিযোগ করেন, সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি বিকৃত ছড়িয়ে দেওয়া হয়েছে, তাঁকে আমি কী বলব? বা কোনও মা এসে যদি অভিযোগ করেন তাঁর মেয়ের প্রাক্তন প্রেমিক সোশ্যাল মিডিয়ায় উত্তক্ত করছে, তখন আমরা কী করব? আমি কি তাঁকে বলব যান আমেরিকায় গিয়ে অভিযোগ দায়ের করুন?’


আরও পড়ুন: Kataiya Village:করোনাস্রোতে ভেসে যাচ্ছে গ্রাম-ভারত, তারই মধ্যে উজ্জ্বল ব্যতিক্রম!


আরও পড়ুন: ''দুয়ারে Pizza ডেলিভারি হতে পারে, রেশন নয় কেন? '' Arvind Kejriwal


রবিশঙ্কর প্রসাদ স্পষ্ট জানান, এদেশে ব্যবসা করতে হলে সোশ্যাল মিডিয়া সংস্থাগুলোকে ভারতের সংবিধান মেনে কাজ করতে হবে। নয়া নিয়মের দ্বারা সোশ্যায় মিডিয়ায় বাকস্বাধীনতা খর্ব করার যে অভিযোগ করা হচ্ছে, এদিন তাও উড়িয়ে দেন রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ায় সরকার বা প্রধানমন্ত্রীর সমালোচনা করা যায়। তবে অশালীন মন্তব্য করা, তখনই কাম্য নয়।“