ত্রিপুরায় পালাবদলের পর ভেঙে দেওয়া হল লেনিনের মূর্তি
ক্ষমতায় আসার পরই লেনিনের মূর্তি ভাঙার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরায় বাম দুর্গ পতনের পর এবার বিজেপির নিশানায় লেনিন। সোমবার দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়ায় বুলডোজার দিয়ে ভাঙা হল লেনিনের মূর্তি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি।
ভিডিওয় দেখা যাচ্ছে, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে লেনিনের মূর্তি। অভিযোগ, বুলডোজার চালককে মদ্যপান করিয়ে এই কাণ্ড ঘটিয়েছেন বিজেপি কর্মীরা। ওই চালককে গ্রেফতার করেছে পুলিস। ঘটনার পর সিপিএম টুইট করেছে, এই গণতন্ত্রের কথাই কী বড়াই করে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ক্ষমতায় আসার পরই বিজেপি জানিয়েছিল, আগরতলা ও সংলগ্ন এলাকায় কার্ল মার্ক্স ও লেনিনের নামে যে সমস্ত রাস্তা রয়েছে, সেগুলির নামবদল করা হবে। দেশের স্বাধীনতাগ্রামীদের নামে নামকরণ করা হবে ওইসব রাস্তার। ত্রিপুরায় বিজেপির পর্যবেক্ষক সুনীল দেওধর বলেছিলেন,''স্থানীয় নেতাদের নাম ভুলে গিয়েছে বাম সরকার। ত্রিপুরার ভূমিপুত্র প্রাক্তন মুখ্যমন্ত্রী (১৯৭৮-১৯৮৮) নৃপেন চক্রবর্তীকে মনে রাখেনি তারা।''
আরও পড়ুন- ত্রিপুরায় নতুন আবদার নিয়ে বিজেপির উপরে চাপ বাড়াল শরিক