ত্রিপুরায় নতুন আবদার নিয়ে বিজেপির উপরে চাপ বাড়াল শরিক

আদিবাসী মুখকে মুখ্যমন্ত্রী করার দাবি তুলল শরিক দল। 

Updated By: Mar 5, 2018, 10:39 PM IST
ত্রিপুরায় নতুন আবদার নিয়ে বিজেপির উপরে চাপ বাড়াল শরিক
ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন: উপজাতিদের জন্য আলাদা রাজ্যের দাবি তুলে রবিবারই সরব হয়েছিল ত্রিপুরায় বিজেপির শরিক ইন্ডেজিনিয়াস পিপলস ফ্রন্ট। সেই অস্বস্তির রেশ কাটেনি তার আগেই বিজেপির উপরে চাপ আরও বাড়াল তারা। এবার আইপিএফটি-র প্রধান এনসি দেববর্মার দাবি, মন্ত্রিসভায় সম্মানজনক পদ না পেলে বাইরে থেকে সমর্থন দেবেন তাঁরা। সরকারে যোগ দেবেন না। 

কেন এমনটা মনে করছেন দেববর্মা? তাঁর কথায়,''বিজেপি একাই ৩৫টি আসন পেয়েছে। আমার আশঙ্কা, মন্ত্রিসভায় আমাদের প্রতিনিধির সংখ্যা হাতেগোনা হতে পারে। গুরুত্বপূর্ণ দফতরগুলিও হয়তো দেওয়া হবে না।'' জয়ের পরই অমিত শাহ অবশ্য বলেছিলেন, ''বিজেপি একাই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তা সত্ত্বেও শরিক দলের প্রতি বঞ্চনা করা হবে না।''

ত্রিপুরায় মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বিজেপি। সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যে দলের সভাপতি বিপ্লব দেবের নাম ভেসে আসছে। এরমধ্যেই আবার শরিক দল বায়না জুড়েছে, উপজাতি সম্প্রদায়ের মুখকে মুখ্যমন্ত্রী করতে হবে। সবমিলিয়ে ত্রিপুরায় বাম দুর্গ তছনছ করার পর শরিকি চ্যালেঞ্জের মুখে অমিত শাহরা।

আরও পড়ুন- ত্রিপুরায় বিজেপির সাফল্য থেকে দলীয় নেতাদের শেখার পরামর্শ সূর্যকান্তের

.