ওয়েব ডেস্ক: সুরাটের ভাড়ি গ্রামে জীবন্ত পুড়িয়ে মারা হল একটি চিতাবাঘকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


একদিন আগেই চিতাবাঘের হামলায় মৃত্যু হয়েছিল গ্রামের এক কিশোরীর। রাতে ঝোপের মধ্যে কিশোরীর ওপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘটি। এরপরেই বন দফতর ফাঁদ পেতে ধরে চিতাবাঘকে। ক্ষিপ্ত গ্রামবাসীরা বন কর্মীদের হঠিয়ে দিয়ে দখল নিয়ে নেন খাঁচার। খাঁচায় পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয় চিতাবাঘকে। এই গ্রামেরই বাসিন্দা গুজরাতের পরিবেশ ও বনমন্ত্রী গণপত ভাসাডা। নিহত কিশোরীর পরিবারের জন্য চার লক্ষ টাকা ক্ষতিপূরণও ঘোষণা করেছেন তিনি। কিন্তু চিতাকে  পুড়িয়ে মারার ঘটায় শুরু হয়েছে হইচই। চিতাবাঘকে পুড়িয়ে মারার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে বন দফতর।