ওয়েব ডেস্ক: উত্তরাখণ্ডের পিথোরাগড়। জঙ্গল থেকে লোকালয়ের মধ্যে ঢুকে পড়েছিল চিতাবাঘ। দুদিন ধরে এলাকায় দাপিয়ে বেড়ায় সেই চিতাবাঘ। কামড়েও দেয় দুজনকে। শেষ পর্যন্ত ঘুমপাড়ানি গুলিতে দুর্বল করে তাঁকে ফাঁদবন্দি করেন বনকর্মীরা।


পড়ুন আপনার বিড়ালটি আসলে ৯৫% বাঘ


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানালার আড়ালেই আশ্রয় নিয়েছিল জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে চিতাবাঘ। । খোঁচা দিতেই ক্রোধে একেবারে অগ্নিশর্মা। গত দুদিন ধরে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছিল এই লেপার্ড। একসময়ে একটা বাড়িতে ঢুকে পড়ে সে। চিতাবাঘ দেখে চিত্‍কার করে ওঠেন মহিলা। তবে মাথার ওপর দিয়ে লাফ দিয়ে উধাও হয় সে। দুদিন ধরে এলাকার বিভিন্ন জায়গায় দেখা গেছে তাকে। চিতাবাঘের হামলায় আহত হয়েছেন দুজন। সব মিলিয়ে কয়েকদিন ধরে এলাকায় চরম আতঙ্ক।


পড়ুন বাঘ ধরতে রাত পাহারা


শেষ পর্যন্ত ঘুমপাড়ানি গুলিতে কাবু করা হয় চিতাবাঘকে। ফাঁদ পাতেন বনকর্মীরা। এক বাড়ির নীচতলায় ফাঁদে আটকা পড়ে অরণ্যের এই বিদ্যুত্‍। ফাঁদে পড়া চিতা দেখতে হাজির কয়েকশো জনতা। মাঝে মাঝে চিত্‍কার করে উঠছেন তাঁরা। তাতেও অবশ্য হেলদোল নেই চিতাবাঘের। তীব্র গর্জন আর প্রবল প্রতিরোধে জাল ছেঁড়ার চেষ্টা চালায় সে। শেষ পর্যন্ত অবশ্য অরণ্যেই ফিরিয়ে দেওয়া হয়েছে এই ভয়াল সুন্দরকে।