কাজিগুন্দে পাকিস্তানি জঙ্গিকে জ্যান্ত ধরল পুলিস
কাশ্মীরে জঙ্গি বিরোধী অভিযানে বড় সাফল্য পেল রাজ্য পুলিস
নিজস্ব প্রতিবেদন: কাশ্মীরে জঙ্গি বিরোধী অভিযানে বড় সাফল্য পেল রাজ্য পুলিস। বুধবার কাশ্মীরের কাজিগুন্দে অভিযান চালাতে ধরা পড়ে গেল এক লস্কর জঙ্গি। ধৃত ওই জঙ্গি পাক নাগরিক বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। নাম শামস-উল-ওয়াকার। লস্করের পক্ষে বহুদিন ধরেই কাজিগুন্দে সে কাজ করছিল বলে জানাচ্ছে পুলিস। ধৃত ওয়াকারের কাছ থেকে একটি একে ৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, বুধবার নিয়ন্ত্রণরেখার পুঞ্চ সেক্টরে ফের গুলি চালাতে শুরু করেছে পাক সেনাবাহিনী। পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।
উল্লেখ্য, মঙ্গলবার কাশ্মীরের কুলগাম ও পুলওয়ামায় জঙ্গি-সেনা গুলির লড়াই শহিদ হন এক জওয়ান। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার কাজিগুন্দের নওবাদ কুন্দে অভিযান চালায় সেনা। বিপদ বুঝে গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে জঙ্গিরা। সেই গুলিতে মৃত্যু হয় এক জওয়ানের। সেনা পাল্টা গুলি চালালে এক জঙ্গিরও মৃত্যু হয়। তারপর থেকেই ওই এলাকায় তল্লশি চালাচ্ছিল সেনা ও জম্মু ও কাশ্মীর পুলিস।
আরও পড়ুন-কুম্ভমেলায় হতে পারে ভয়ঙ্কর হামলা, অডিও টেপে হুমকি আইএসের