নিজস্ব প্রতিবেদন: হিমালয়ের যে কোনও উচ্চতার ঠাণ্ডা কিংবা প্রবল গরমে সমান দক্ষতায় লড়ার পরীক্ষায় পাস করল হিন্দুস্থান অ্যারোনটিক্সের তৈরি লাইট ইউটিলিটি হেলিকপ্টার বা LUH। টানা ১০ দিন হিমালয়ের দৌলত বেগ ওল্ডির উচ্চ উচ্চতা ও প্রবল তাপমাত্রায় ট্রায়াল শেষ করল লড়াকু এই কপ্টার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-দেশে করোনায় মৃতের সংখ্যা ৭৪,০০০ ছুঁইছুঁই, আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ পার  


লেহ-র থেকে উড়ে দৌলত বেগ ওল্ডির ৫০০০ মিটার উচ্চতার অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ডে গিয়ে অবতরণ করে এই কপ্টারটি। সিয়াচেনের কঠিন ঠাণ্ডাতেও কাজ করা পরীক্ষায় পাস করেছেন এই কপ্টার। হ্য়ালের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রায়ালের সময় কপ্টারটি সিয়াচেনের অমর ও সোনম হেলিপ্যাডে সাফল্যের সঙ্গে অবতরণ করে।



আরও পড়ুন-NCB-র অফিস থেকে বাইকুল্লা জেলে পৌঁছলেন রিয়া চক্রবর্তী 


হ্যালের চেয়ারম্য়ান  আর মাধবন জানিয়েছেন, 'লাইট ইউটিলিটি হেলিকপ্টার এখন সেনাবাহিনীর ব্যবহারের জন্য তৈরি।' সংস্থার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অরূপ চট্টোপাধ্যায় জানিয়েছেন, কপ্টারটির ক্ষমতা ও এর যান্ত্রিক সুবিধে সেনার পছন্দ মতোই করা হয়েছে।