নিজস্ব প্রতিবেদন:  বাজ পড়ে কমপক্ষে ৩২ জনের মৃত্যু হয়েছে উত্তর প্রদেশে। সাংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, রবিবার বজ্রবিদ্যুত-সহ ঝড়বৃষ্টিতে উত্তর প্রদেশের একাধিক জায়গায় প্রাণহানির খবর আসে। এক দিন আগেই বাজ পড়ে একজনের মৃত্যু হয় এবং গত ১৮ ও ২০ জুলাই সাপে কামড়ে মৃত্যু হয় ২ জনের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


যোগী প্রশাসন এক বিবৃতি দিয়ে জানিয়েছে, রবিবার বাজের আঘাতে ১৩ জন গুরুতর আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে, এ দিন কানপুর এবং ফতেপুরে বাজে মৃত্যু হয় মোট ১৪ জনের। এছাড়া, হামিপুর ৩, গাজি়পুর ২ এবং জৌনপুর, প্রতাপগড়, কানপুর দেহত, চিত্রকূটে এক জন করে মৃত্যু হয়েছে।


আরও পড়ুন- মাহেন্দ্রক্ষণ দুপুর ২.৪৩ মিনিট, ত্রুটি সারিয়ে চাঁদে যেতে প্রস্তুত চন্দ্রযান-২


শনিবারও প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হয় ৩ জনের। এর মধ্যে একজনের সাপে কামড়ের মৃত্যু হয়েছে। উত্তর প্রদেশে ধারাবাহিক মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। নিহত পরিবার পিছু ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেন আদিত্যনাথ। পাশাপাশি জেলাশাসকদের আহতদের জন্য যথাপোযুক্ত চিকিত্সা ব্যবস্থা করার নির্দেশ দেন তিনি।