Arvind Kejriwal Arrested Live: নিম্ন আদালতে শুনানি! সুপ্রিম কোর্টে আবেদন প্রত্যাহার কেজরির

Fri, 22 Mar 2024-1:20 pm,

Arvind Kejriwal Arrest News Live Updates: আবগারি দুর্নীতি ও দিল্লি জল বোর্ডের দুর্নীতি- দুই ক্ষেত্রেই আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। দুই মামলাতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাইছিল ইডি।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির আবগারি নীতির সঙ্গে যুক্ত মানি লন্ডারিং মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পদক্ষেপ থেকে সুরক্ষা চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সেখানে কোনও রক্ষাকবচ পাননি তিনি। এরপরই তদন্তকারী সংস্থা তাকে গ্রেফতার করে।উপমুখ্যমন্ত্রীর পর গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী। আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার কেজরিওয়াল। দিল্লি হাইকোর্টে কেজরিওয়ালের রক্ষাকবচের আর্জি খারিজ হয়ে যাওয়ার পরই একেবারে সবরকমের প্রস্তুতি নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে আসেন ইডি আধিকারিকরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আরও পড়ুন, Arvind Kejriwal | AAP: গভীর রাতে শুনানিতে না আদালতের! কেন ফের চেষ্টা হল না আপের তরফে?


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Latest Updates

  • সুপ্রিম কোর্ট থেকে আবেদন প্রত্যাহার কেজরিওয়ালের। ED-র গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে নিম্ন আদালতে আর্জি। নিম্ন আদালতে শুনানি হওয়ায় সুপ্রিম কোর্টে আবেদন প্রত্যাহার। 

  • যে আবগারি দুর্নীতি মামলায় গতকাল গ্রেফতার হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, সেই মামলাতেই ধৃত বিআরএস নেত্রী কে কবিতাকে জামিন দিতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। বলা হল, নিয়ম মাফিক নিম্ন আদালতে আবেদন করতে হবে। কেজরিওয়ালের আবেদন যে বেঞ্চ শুনবে, বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বিশেষ বেঞ্চ এই নির্দেশ দিল।

  • কেজরিওয়ালের পরিবারের সদস্যদের হাউস অ্যারেস্ট করেছে দিল্লি পুলিস। আপ মন্ত্রী সৌরভ ভরদ্বাজকে ITO থেকে আটক করেছে পুলিস।

  • কেজরিওয়ালের গ্রেপ্তারির পর দিল্লিতে অশান্তি এড়াতে তৎপর পুলিস। বিক্ষোভকারী আম আদমি সমর্থকদের তৎক্ষণাৎ গ্রেপ্তারের পরিকল্পনা পুলিসের। নামানো হয়েছে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অতিরিক্ত ১০০০ পুলিস মোতায়েন করা হয়েছে বিজেপি সদর দফতর, প্রধানমন্ত্রীর আবাসন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আবাসন, উপ রাজ্যপালের আবাসন এবং দীনদয়াল উপাধ্যায় মার্গে।

  • আগামিকাল অরবিন্দ কেজরিওয়ালকে কোর্টে পেশ করবে ইডি।

  • গ্রেফতারির পর অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন থেকে একের পর এক গাড়ি বের হল। 

  • অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়েন। 

  • জিজ্ঞাসাবাদ চলাকালীন অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের বাইরে ভারী স্লোগান শোনা গিয়েছে । এএপি বিধায়ক রাখি বিড়লা, যিনি তাঁর বাড়ির বাইরে বিক্ষোভ করছেন, তাঁকে ইতিমধ্য়ে পুলিস আটক করেছে।

  • ইডি কর্মকর্তা জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়ালকে শুক্রবার একটি বিশেষ PMLA আদালতে পেশ করা হবে।

  • আপ অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতার বাতিল করতে সুপ্রিম কোর্টেও আবেদন করেছে। আপ মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেছেন, 'আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি এবং আজ রাতে জরুরি শুনানির জন্য প্রার্থনা করেছি।'

  • প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, 'অরবিন্দ কেজরিওয়াল মোদীর কাছে আত্মসমপর্ণ করেনি। তাই ইডির মাধ্যমে বারবার তাঁকে হেনস্থা করতে করতে নির্বাচনের আগে গ্রেফতার করা হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী বুদ্ধিমতী, সে এটা বুঝে আগেভাগেই নরেন্দ্র মোদীর কাছে আত্মসমর্পণ করে রাজ্যভবনে গল্প করেছেন। ইন্ডিয়া জোট থেকে দিদির পলায়নের সবথেকে বড় কারণ ইডির ভয়।'

  • অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারে সরব প্রিয়াঙ্কা গান্ধী। এক্স হ্যান্ডেলে পোস্ট প্রিয়াঙ্কার।

  • আবগারি মামলায় এখনও পর্যন্ত ১৫ জন গ্রেফতার।

  • অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন, আছেন, থাকবেন: আপ নেত্রী অতিশী।

  • তবে গ্রেফতার হলেও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না অরবিন্দ। জেল থেকেই চালাবেন সরকার, দাবি আপের।

  • আবগারি মামলায় গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী। ইডির হাতে গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল। দুঘণ্টা ধরে চলছিল জিজ্ঞাসাবাদ। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link