Budget 2021 : কৃষি আইনে সমর্থন রাষ্ট্রপতির

Fri, 29 Jan 2021-12:49 pm,

Latest Updates

  • "চল রে চল সবে ভারত সন্তান,
    মাতৃভূমি করে আহ্বান ৷
    চল রে চল সবে ভারত সন্তান,
    মাতৃভূমি করে আহ্বান ", ভাষণ শেষ করলেন রাষ্ট্রপতি। 
  • শেষ হল রাষ্ট্রপতির ভাষণ। 

  • ৯০% Ration Card কে ডিজিটাল করা হয়েছে। যাতে কারর রেশন বাদ না যায়: রাষ্ট্রপতি 

  • ৩ কৃষি আইন ফলে আয় বাড়বে কৃষকদের: রাষ্ট্রপতি।

  • দেশে গ্যাস পাইপ লাইনের কাজ শুরু করেছে সরকার। চালকহীন মেট্রোর পরিকল্পনা করেছে। এক দেশ এক রেশন কার্ড চালু করেছে সরকার। যা দেশবাসীকে সাহায্য করবে। সংসদের যৌথ অধিবেশনে বললেন রাষ্ট্রপতি।

  • দেশের টিকাকরণ কর্মসূচী আমাদের গর্ব। আয়ুষ্মান প্রকল্পে ১.৫ কোটি মানুষের চিকিৎসা করেছে সরকার :  রাষ্ট্রপতি

  • দেখুন বাজেট অধিবেশন

  • স্ব-রোজগারে  যোজনায় জোর দিয়েছে সরকার।  গ্রামেও পৌঁছে যাবে অপটিকাল ফাইবার। সেদিকেই এগোচ্ছে ভারত সরকার: রাষ্ট্রপতি। 

  • মহিলা সুরক্ষায় উদ্যোগ নিয়েছে সরকার। মহিলাদের জন্য  ১টাকায় স্যানিটারি ন্যপকিন এনেছে সরকার:  রাষ্ট্রপতি 

  • সুফল পেয়েছেন কৃষকরা। নতুন কৃষি আইন ঐতিহাসিক। কৃষকদের পুরোনো সুবিধা কেড়ে নেওয়া হয়নি। বরং তাদের আরও বেশ কিছু সুবিধা দেওয়া হয়েছে। কৃষকদের জন্য নতুন অধ্যায় শুরু করতে চলেছে ভারত সরকার। পিএম কিষাণ নিধান চালু হয়েছে। এরপরও লালকেল্লায় কৃষকদের ব্যবহার দুর্ভাগ্যজনক। কৃষি খরচের দেড়গুণ এমএসপি দেওয়া হয়েছে : রাষ্ট্রপতি  

  • করোনা কালে বিভিন্ন প্যাকেজ করে মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার। গরিব কল্যাণে রোজগারের সূচনা করেছে সরকার। জনগণের স্বাস্থ্যের দিকে নজর দিয়েছে সরকার : রাষ্ট্রপতি

  • রাষ্ট্রপতির ভাষণ দিয়ে শুরু বাজেট অধিবেশন।  কৃষি আইনের বাতিলের দাবিতে তৃণমূল সহ অধিবেশন বয়কট ১৯ বিরোধী দলের। 

  •  নির্মলা  সীতারামন পেশ করবেন অর্থিক সমীক্ষা। 

  • শুরু হল বাজেট অধিবেশন। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link