প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শেষে প্রদর্শিত হল রাফাল

Tue, 26 Jan 2021-1:58 pm,

Latest Updates

  •  মঞ্চ থেকে প্রস্থান করলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। 

  • এ পি জে আব্দুল কালামের লেখা কবিতা 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    "I am born with potential.

    I am born with goodness and trust.

    I am born with ideas and dreams.

    I am born with greatness.

    I am born with confidence.

    I am born with wings.

    So, I am not meant for crawling,

    I have wings, I will fly

    I will fly and fly" দিয়ে শেষ করা হল অনুষ্ঠান। মঞ্চ থেকে প্রস্থান করলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। 

  • সবশেষে রাফালের প্রদর্শন করা হয়।

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

     

  • বায়ু সেনার FlY PAST, সবার চোখ আকাশের দিকে। দুটি হেলিকপ্টারের সঙ্গে  উড়ে যায় যুদ্ধ বিমান রুদ্র ফর্মেশন ( Rudra Formation) এরপর Rakshak Formation, Bhim Formation, netra Formation (সুখই ৩০ রয়েছে এতে), Garuda Formation, Eklavya Formation। 

  • করোনা মুক্ত ভারত লক্ষ্যে ও ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের সম্মান জানানো হয় ট্যাবলোয়। দেখানো হয় ভারতে ভ্যাকসিন তৈরির প্রতিলিপি। 

  • আয়ুস প্রকল্পকেও তুলে ধরা হয় ট্যাবলোয়। 

  • দেখুন ৭২ তম প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথের বার্ণঢ্য অনুষ্ঠান

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

     

  • উত্তর প্রদেশের অযোধ্যার রাম মন্দিরের প্রতিলিপি নিয়ে যাওয়া হয় দিল্লির রাজ পথ দিয়ে। 

  • পশ্চিমবঙ্গের সবুজ সাথী প্রকল্প তুলে ধরা হয়। যেখানে আবহ সঙ্গীতে 'আমরা নতুন যৌবনের দূত গান' বাজানো হয়। পশ্চিমবঙ্গে ছাত্র ছাত্রীদের স্কুল যাওয়ার জন্য যে সাইকেল প্রদান করেছে তৃণমূল সরকার, তা তুলে ধরা হয় দিল্লির রাজপথে।  

     

  • প্রথমবারের মতো, লাদখের কেন্দ্রশাসিত অঞ্চলকে তুলে ধরা হল
  • রাজপথে চলেছে ব্রহ্মস, অ্যাসল্ট ট্যাঙ্ক

    দিল্লির রাস্তায় পদাতিক বাহিনী। নেতৃত্বে রয়েছেন কর্নেল প্রীতি চৌধুরী। প্রদর্শনীতে প্রথমবার এল রাফাল যুদ্ধবিমান।

  • ৭২ তম প্রজাতন্ত্র দিবসে গালওয়ানের বীর শহিদদের মরণোত্তর সাহসিকতার পুরস্কার দিল ভারত সরকার। সকাল থেকে দিল্লির রাজপথে চলছে বর্ণাঢ্য অনুষ্ঠান। ২০১৯ সালে ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় অনুপ্রবেশকারী চিনা সেনার সঙ্গে লড়াইয়ে  শহীদ হন ২০ জন বীর ভারতীয় সেনা। সীমান্তবর্তী চুক্তি লঙ্ঘন করে লোহার রড, কাঁটাতার জড়ানো ব্যাট দিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ করে ভারতেরও বীর সেনাদের প্রাণ নেয় চিনের সেনারা। 

     

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link