কর্ণাটকে রুদ্ধশ্বাস নাটক, সরকার গঠনে মরিয়া দুপক্ষই
Latest Updates
** এই মুহূর্তে বিজেপির মোট প্রাপ্ত আসন ১০৪ (৪৬.৪ শতাংশ), কংগ্রেসের ৭৮ (৩৪.৮ শতাংশ) এবং জেডিএস-র- ৩৭ (১৬.৫ শতাংশ)
রাজভবনে সরকার গঠনের দাবি নিয়ে সিদ্দারামাইয়া, কুমারস্বামী , মল্লিকার্জুন খাড়গে ও গুলাম নবি আজাদ।
রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানালেন কর্ণাটকে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইয়েদুরাপ্পা। তিনি বলেন, ''বৃহত্তম দল হিসেবে বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সুযোগ দেওয়া হোক।" এরপরই কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, "উনি আমাদের বিধানসভায় আস্থাভোটে শক্তিপরীক্ষায় অনুমতি দিয়েছেন।''
# কর্ণাটকে সরকার গঠণে কংগ্রেসের সঙ্গে হাত মেলাল জেডিএস।
# আরও পিছিয়ে পড়ল বিজেপি। ১০৪ টি আসন জয়ের দিকে এগোচ্ছে তারা। কংগ্রেস ৭৮টি এবং জেডিএস ৩৮টি আসন জয়ের পথে ...
# কর্ণাটকের রাজভবনে প্রবেশের অনুমতি পেল না কংগ্রেস প্রতিনিধি দল
# জোট সরকারের মুখ্যমন্ত্রী হবেন এইচডি কুমারস্বামী। প্রয়োজনে লিখিত প্রতিশ্রুতি দিতে রাজি কংগ্রেস।
# সরকার গঠণের জন্য কংগ্রেসের প্রস্তাব মেনে নিল জেডিএস। সরকার গঠণের দাবি জানাতে বিকেলে রাজ্যপালের দ্বারস্থ হবেন এইচডি কুমারস্বামী ।
# জয় বিজেপির অভ্যাসে পরিণত হয়েছে। মানুষ বুঝে গেছে যেখানেই ভোট হবে সেখানেই বিজেপি জিতবে। বাংলার পঞ্চায়েত ভোটেও তা টের পাবেন। বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।
# আজই বিকেল চারটের সময় রাজ্যপালের কাছে ইস্তফা দিতে চলেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ।
শিকারিপুরা আসনে ৩৫,৩৯৭ ভোটে জিতলেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইয়েদুরাপ্পা।
ম্যাজিক সংখ্যার আগে থামল বিজেপি। সূত্রের খবর, জেডিএস-কে সমর্থন দেওয়ার প্রস্তাব কংগ্রেসের। দেবেগৌড়ার পুত্র কুমারস্বামী হতে পারেন মুখ্যমন্ত্রী। কংগ্রেসের প্রস্তাব নিয়ে চিন্তাভাবনা জেডিএসের।
# বাদামি কেন্দ্রে জয়ী সিদ্দারামাইয়া
# কর্ণাটক বিধানসভা নির্বাচনে সাফল্য। দিল্লিতে বিজেপি অফিসের সামনে কর্মী-সমর্থকদের বিজয়োত্সব।
# জেডিএসের সঙ্গে কংগ্রেসের জোট হলে কর্ণাটকের ফল হত অন্যরকম। টুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেই সঙ্গে বিজেপি-র নাম না করে কর্ণাটকে যে জিতবে সেই দলকে অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ।
# বড় ব্যবধানে এগিয়ে বিজেপি
এখন পর্যন্ত ১২২টি আসনে এগিয়ে বিজেপি, ৫৮টি আসনে এগিয়ে কংগ্রেস, ৪০টি আসনে এগিয়ে রয়েছে জেডিএস
# বেঙ্গালুরুতে রাজ্য বিজেপির কর্মী সমর্থকদের উল্লাস
ABP News-এর পরিসংখ্যান অনুসারে এগিয়ে থাকা আসনের নিরিখে কর্ণাটকে সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপি
ABP News-এর পরিসংখ্যান অনুসারে এগিয়ে থাকা আসনের নিরিখে কর্ণাটকে সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপি
প্রাথমিক ট্রেন্ডে উত্সাহিত সদানন্দ গৌড়ার প্রতিক্রিয়া,''জেডিএসের সঙ্গে জোটের প্রশ্নই নেই। একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসবে বিজেপি।''
লোকসভায় কংগ্রেসের দলনেতা নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, ''১১টা-সাড়ে ১১টা নাগাদ ছবিটা স্পষ্ট হবে। জেডিএসের সঙ্গে জোট নিয়ে গুলাম নবি আজাদ ও অশোক গেহলটের সঙ্গে আলোচনা করব।''
# হিসেব উলটে কর্ণাটকে একক সংখ্যা গরিষ্ঠতার পথে বিজেপি, ক্রমশ পিছিয়ে পড়ছে কংগ্রেস
২১১ আসনের মধ্যে এখনও ১০২ টি আসনে এগিয়ে বিজেপি, ৬৫টি আসনে এগিয়ে কংগ্রেস আর জেডিএস এগিয়ে ৪১টি আসনে
# ফলের আভাস
২১১ আসনের মধ্যে এখনও ১০০ টি আসনে এগিয়ে বিজেপি, ৭৬টি আসনে এগিয়ে কংগ্রেস আর জেডিএস ৩৪টি আসনে এগিয়ে রয়েছে
# চামুণ্ডেশ্বরী থেকে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ১১,০০০ ভোটে পিছিয়ে
# ফলের আভাস
২১০টি আসনের মধ্যে আপাতত ৯৩টি আসনে এগিয়ে বিজেপি, ৯১টি আসনে এগিয়ে কংগ্রেস, ২৬ টি আসনে এগিয়ে জেডিএস
# পিছিয়ে থাকায় পর বাদামি কেন্দ্র এগিয়ে গেলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া
# ফলের আভাস
২০৮ আসনে এখনও ৯৩টি আসনে এগিয়ে বিজেপি, ৮৮টি আসনে এগিয়ে কংগ্রেস, ২৬টি আসনে এগিয়ে জেডিএস
# বেল্লারি থেকে এগিয়ে সোমশেখর রেড্ডি
# বাদামি ও চামুণ্ডেশ্বরী দুই কেন্দ্রেই পিছিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া
# ফলের আভাস : হাড্ডাহাড্ডা লড়াই বিজেপি-কংগ্রেসের
১৮৭টি আসনের মধ্যে ৮৮ আসনে এগিয়ে বিজেপি, কংগ্রেস এগিয়ে ৭২টি আসনে, জেডিএস এগিয়ে ২৬ আসনে
# রামনগরে এগিয়ে এইচডি কুমারস্বামী
# শিকারিপুরা কেন্দ্রে এগিয়ে ইয়েদুরাপ্পা
# ফলের আভাস : এখন পর্যন্ত ১১৩ টি আসনের মধ্যে ৫০টিতে এগিয়ে বিজেপি, কংগ্রেস এগিয়ে ৪৮টি আসনে, জেডিএস ১৪
# বাদামিতে পিছিয়ে সীতারামাইয়া
# প্রাথমিক গণনায় ৭৭টি আসনের মধ্যে ৩৫টি আসনে এগিয়ে কংগ্রেস, বিজেপি এগিয়ে ৩১টি আসনে, ১০টি আসনে এগিয়ে জেডিএস ...
# এগিয়ে ইয়েদুরাপ্পা , পিছিয়ে সিদ্দারামাইয়া
# প্রাথমিক গণনায় এগিয়ে কংগ্রেস। ৩৬টি আসনের মধ্যে ২৫ টি আসনে এগিয়ে কংগ্রেস। বিজেপি-জেডিএসের হাড্ডাহাড্ডা লড়াই
# কড়া নিরাপত্তায় কর্ণাটকে শুরু হল ভোটগণনা। সবার প্রথমে পোস্টাল ব্যালটের গণনা শুরু হয়েছে