Latest News Live Updates: সোহমের অজগর বিতর্ক! উপযুক্ত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের ডাক পরিবেশপ্রেমীদের

Tue, 19 Sep 2023-6:50 pm,

LIVE: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবরগুলি শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 


Latest Updates

  • সম্প্রতি জলপাইগুড়ি  গরুমারা জাতীয় উদ্যানের লাটাগুড়ি দক্ষিণ ধুপঝোড়া এলাকায় একটি বেসরকারী রিসোর্ট থেকে উদ্ধার হয়েছিল একটি বিশালাকার অজগর সাপ। উল্লেখ্য, সাপটিকে উদ্ধার করার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। এরপর সোশাল মিডিয়া ও সংবাদ মাধ্যমের প্রচারিত অজগর উদ্ধার কার্যের ভিডিয়োতে দেখা যায় অভিনেতা সোহম হাত দিয়ে ধরে রয়েছেন সাপটিকে, এছাড়াও এক ব্যক্তিকে দেখা যায় সাপটির পিঠে পা দিয়ে চেপে দাঁড়িয়ে থাকতে। 

    এরপরেই সোচ্চার হয়ে ওঠে বিভিন্ন পরিবেশ প্রেমী সংগঠন। মঙ্গলবার এই ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার লক্ষ্যে জলপাইগুড়িতে অবস্থিত বন বিভাগের কার্যালয়ে ডিএফও সাথে দেকা করে স্বারকলিপি প্রদান করেন যৌথ পরিবেশ মঞ্চ। এই প্রসঙ্গে পরিবেশ কর্মীরা বলেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলনের পথে নামবে যৌথ পরিবেশ মঞ্চ।

  • ## যাদবপুরে আজ বসছে না সিসিটিভি। জানালেন উপাচার্য।

  • ## গৌড়দহ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার অভিযুক্ত।

     

  • ## শিলিগুড়িতে ধর্ষণের শিকার আড়াই বছরের শিশু, গ্রেফতার ১।

     

  • পুজোয় নর্থ বেঙ্গল বেড়াতে যাবেন, ট্রেনের টিকিট পাননি, সড়কপথে যেতে চান; বাস পাবেন তো?

  • আগামিকাল থেকে কুড়মিদের রেল রোকো। বাতিল ২৪ জোড়া ট্রেন। ঘুরপথে বহু ট্রেন।

  • নিজ্জর হত্যাকাণ্ডের জের। কানাডার এক কূটনীতিককে ৫ দিনের মধ্যে ভারত ছাড়তে বলল বিদেশ মন্ত্রক।

  • অবশেষে শেষ হল অনন্তনাগ এনকাউন্টার। ভারতীয় সেনার হাতে খতম লস্কর নেতা উজাইর। 

  • গণেশকে বিশাল লাড্ডু! জেনে নিন এর ওজন কত, দামই-বা কত, বানাতে কতদিন লাগল

  • অধীর চৌধুরীর বক্তব্যের বিরোধিতা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ

  •  সংসদে পেশ হল নারী শক্তি বন্দন অধিনিয়ম (মহিলা সংরক্ষণ বিল)

  • ##  নয়া ভারত নয়া চেতনা নিয়ে জাগ্রত। যে দিশায় দেশ চলেছে আমাদের ইচ্ছা পূরণ হবেই।

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ##  পূর্বসূরীদের থেকে আমরা শিখেছি। তার সঙ্গে নয়া চিন্তাধারা যোগ করতে হবে।

    ##  বড় ক্যানভাসে বড় স্বপ্ন দেখতে হবে।

    ##  সেখানে দল দেখলে চলবে না। মন বড় করতে হবে।

  • ##  আমরা যে সংস্কারের পথেই চলি না কেন, ভারতের স্বার্থ-ই তার প্রাথমিক শর্ত হতে হবে।

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ##  উন্নত ভারতের জন্য আমরা সংকল্পবদ্ধ।

     ##  ভারতের নবজাগরণের সাক্ষী আমরা।

    ##  ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সাফল্য়। 

  • ##  আত্মনির্ভর ভারতকে সত্যি করতে হলে সবার একযোগে কাজ করা কর্তব্য।

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ##  সারা বিশ্বে আত্মনির্ভর ভারত নিয়ে চর্চা।

    ## আত্মনির্ভর ভারত তৈরি করতে হবে।  

    ##  ভারত বিশ্বের তৃতীয় অর্থব্যবস্থায় পৌঁছাবে। 

    ##  আজ ভারতের অর্থব্যবস্থা বিশ্বের পঞ্চম স্থানে।

  • ##  এই সংসদ জরুরি অবস্থা দেখেছে। সবাই মিলে কাজ করার বার্তা প্রধানমন্ত্রীর। 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ##  সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে হয়েছে। এই সংসদে হামলা হয়েছে। সংসদকে বাঁচাতে প্রাণ দিয়েছিলেন অনেকে।

    ## অনেক রাষ্ট্রপ্রধান ভাষণ দিয়েছেন। এখানেই তিন তালাক বিল পাস হয়েছে। 

    ## সেন্ট্রাল হল আমাদের অনুপ্রেরণা দেয়। সেন্ট্রাল হলের সঙ্গে ভাবনা জড়িয়ে। 

  • ## সেন্ট্রাল হলে বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নমোর মুখে সেন্ট্রাল হলের ইতিহাস।

  • ## সেন্ট্রাল হলে বিশেষ অনুষ্ঠান। বক্তব্য রাখছেন মানেকা গান্ধী।

  • ## পুরনো সংসদ ভবনে ঢুকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাত তুলে অভিবাদন জানালেন সবাইকে।

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ## পুরনোকে বিদায়। পুরনো সংসদ ভবনে ফটোসেশন।

    ## মহিলা সংরক্ষণ বিল নিয়ে প্রথম প্রতিক্রিয়া সোনিয়া গান্ধীর। সংসদে প্রবেশের সময় সোনিয়া বলেন,'আপনা হ্যায়।' মহিলা সংরক্ষণ বিলকে নিজেদের বলে দাবি করলেন সোনিয়া গান্ধী। 

  • ##  মহিলা সংরক্ষণ বিলে অবশেষে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার। সূত্রের খবর, আজ বিল পেশ হতে পারে সংসদে।

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ## নতুন সংসদ ভবনকে বলা হবে পার্লামেন্ট হাউজ অফ ইন্ডিয়া।

    ## সাড়ে ৯টায় কোর্টইয়ার্ডে সমস্ত সাংসদদের ছবি তোলা হবে। বেলা ১১টায় বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু হবে নয়া সংসদভবনের। 

    ## নতুন সংসদ ভবনের প্রথম দিন আজ। গণেশ বন্দনার মধ্য দিয়ে শুরু হবে নতুন পার্লামেন্টের জয়যাত্রা। 

    ## আজই শেষ হচ্ছে একটা অধ্যায়। পুরনো সংসদ ভবনে অধিবেশন শেষ। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link