ওয়েব ডেস্ক : দিনকয়েক আগে রেলের খাবার নিয়ে CAG-এর রিপোর্ট সামনে আসতেই চাঞ্চল্য পড়ে গিয়েছিল। রেলের খাবারের গুণগত মান নিয়ে রিপোর্টে মারাত্মক অভিযোগ করা হয় রিপোর্টে। বলা হয়, যাত্রীদের 'খাওয়ার অযোগ্য' নোংরা-অপরিচ্ছন্ন খাবার দেয় ভারতীয় রেল। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ট্রেনের খাবার নিয়ে গুরুতর অভিযোগ।
 
ট্রেনের খাবারের মধ্যে মিলল টিকটিকি। ১২৩০৩ হাওড়া-দিল্লি পূর্বা এক্সপ্রেসের ঘটনা। এক যাত্রী বিরিয়ানির অর্ডার দিয়েছিলেন। কিন্তু, সিলভার ফয়েলের প্যাকিং খুলে খেতে গিয়েই চোখ কপালে। বিরিয়ানির মধ্যে থেকে 'উঁকি মারছে' মরা টিকটিকি। এরপরই অসুস্থবোধ করতে থাকেন ওই যাত্রী। কিন্তু, তারপরেও ট্রেনের মধ্যে কোনওরকম চিকিত্সা সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ। গোটা বিষয়টি টুইটারে ছবিসহ পোস্ট করে রেলমন্ত্রীকে অভিযোগ জানান সহযাত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দানাপুরের ডিভিশনাল রেল ম্যানেজার কিশোর কুয়ান জানিয়েছেন, দানাপুর স্টেশনে ওই যাত্রীকে চেক-আপের পর প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।


আরও পড়ুন, যাত্রীদের 'খাওয়ার অযোগ্য' খাবার দেয় ভারতীয় রেল, রিপোর্ট CAG-এর