নিজস্ব প্রতিবেদন: দেশজুড়ে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা এখন ৫৩,৯৪৬ জন। মৃত্যু হয়েছে ২৮২৭ জনের। সুস্থ হয়েছেন ৩৪,১০৮ জন। এরকম এক অবস্থায় ফের চতুর্থ দফায় লকডাউন ঘোষণা করল সরকার। চলবে ৩১ মে পর্যন্ত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই সময়ে কিছু কর্মকাণ্ড একেবারেই বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র। যেমন বিমান উড়বে না, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, চলবে না মেট্রো। তবে সতর্কতা বজায় রেখে কিছু জিনিসে অনুমতি দেওয়া হয়েছে। তবে কনটেইনমেন্ট জোনে এই নিয়ম খাটবে না। জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে।


বিধিনিষেধ মেনে যেসব কার্যকলাপের অনুমতি মিলবে



#  সহমতের ভিত্তিতে রাজ্যগুলির মধ্যে বাস ও অন্যান্য যানবাহন চলাচল করতে পারে।


# রাজ্যের মধ্যে যাত্রী পরিবহণ চলবে। তবে তাতে রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনের অনুমতি থাকতে হবে।


# এ ব্যাপারে নির্দিষ্ট আচরণবিধি লাগু থাকবে।


# কনটেইনমেন্ট জোনে এই নিয়ম খাটবে না।


আরও পড়ুন-কোন কোন জেলার ওপর দিয়ে কত কিমি বেগে বইবে আমফান, জেনে নিন


নির্দেশিকায় আরও বলা হয়েছে


কনটেইনমেন্ট, বাফার, রেড, অরেঞ্জ, গ্রিন জোন


# এই জোন চিহ্নিত করবে রাজ্য সরকার।


#  কনটেইনমেন্ট জোনে একমাত্র জরুরি কাজকর্ম চালু থাকবে। ওই জোন থেকে কেউ বাইরে বের হতে পারবে না। বাইরে থেকে কেউ ঢুকতেও পারবে না।


আরও পড়ুন-Lockdown 4.0 : উড়বে না বিমান, বন্ধ স্কুল, সবিস্তারে জেনে নিন মিলবে না কী কী পরিষেবা


কার্ফু


#  জরুরি কাজ ছাড়া সন্ধে সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত লোকচলাচল বন্ধ থাকবে। এনিয়ে সিদ্ধান্ত নেবে এলাকার প্রশাসন। কার্ফুও জারি করতে পারে প্রশাসন।


# সব সংস্থার কর্মীদের আরোগ্য সেতু অ্যাপ ইনস্টল করতে হবে।


# স্বাস্থকর্মী, চিকিত্সকরা রাজ্যের মধ্যে ও রাজ্যের বাইরে যেতে পারবেন।


# পণ্য চলাচল হবে। খালি ট্রাকও আটকানো যাবে না।