নিজস্ব প্রতিবেদন: সোমবার থেকে চালু হচ্ছে অন্তর্দেশীয় বিমান। পাশাপাশি শীঘ্রই চালু হচ্ছে আন্তর্জাতিক বিমান পরিষেবা। তবে কবে থেকে তা চালু হচ্ছে তা এখনও কেন্দ্রীয় অসামরিক পরিবহণ মন্ত্রক থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের প্রতিমন্ত্রী হরদীপ পুরি জানিয়েছেন, জুনের মাঝামাঝি বা জুলাইয়ের শেষ দিকে আন্তর্জাতিক উড়ান চালু করা হতে পারে। তবে তার আগেই বিদেশ থেকে ভারতে আগত ও বিদেশ সফরকারী যাত্রীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।


আরও পড়ুন-'২০ ঘণ্টা করে কাজ করছেন কর্মীরা', ২ দিনের মধ্যে পরিষেবা স্বাভাবিকের আশ্বাস কেবল কর্তাদের


কী রয়েছে ওই নির্দেশিকায়


#  বিমানে চড়ার আগে লিখিত দিতে হবে তাঁরা মোট ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন। এর মধ্যে ৭ দিন সরকারি কোয়ারেন্টিনে ও বাকি ৭ দিন হোম কোয়ারেন্টিনে।


# গুরুতর অসুস্থ, পরিবারে কারও মৃত্যু হলে, গর্ভবতী মহিলা, ১০ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ছাড়া দেওয়া হবে।


# টিকিটের সঙ্গেই ওই নির্দেশিকা যাত্রীর হাতে দিতে হবে।


# প্রত্যেক যাত্রীর মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ থাকা বাধ্যতামূলক।


# বিমানে ওঠার সময়ে সব যাত্রীর থার্মাল স্ক্রিনিং করা হবে। যাদের মধ্যে করোনার কোনও উপসর্গ থাকবে না তাদেরই একমাত্র বিমানে উঠতে দেওয়া হবে।


# স্থলপথে যাঁরা দেশে ঢুকবেন তাদেরও একই নিয়ম মেনে চলতে হবে। করোনার উপসর্গ না থাকলেই একমাত্র প্রবেশাধিকার মিলবে।


আরও পড়ুন-ইতিমধ্যেই রাজ্যের বেশিরভাগ জায়গায় বিদ্যুত্ পরিষেবা স্বাভাবিক, টুইটে জানালো সরকার


# সেল্ফ ডিক্লেয়ারেশন ফর্ম বিমানবন্দরে হেলথ মন্ত্রকের আধিকারিকের কাছে জমা দিতে হবে।


# বিমানবন্দরকে স্যানিটাইজড করতে হবে। এনিয়ে কেন্দ্রের সব নির্দেশিকা মেনে চলবে হবে। বিমানের ভেতরেও স্যানিটাইজড করতে হবে।


# বিমানে ওঠার সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।


# বিমানের মধ্যেই মাস্ক পরতে হবে, হাতে স্যানিটাইজার দিতে হবে।


# দেশে বিমান অবতরণের পর যাত্রীদের থার্মাল স্ত্রিনিং করা হবে।  সমুদ্র বন্দরের ক্ষেত্রেও একই নিয়ম।


# কারও মধ্যে করোনার কোনও উপসর্গ দেখা গেলে তাকে সঙ্গে সঙ্গেই আইসোলেট করা হবে এবার চিকিত্সকের কাছে নিয়ে যাওয়া হবে।


# আগত যাত্রীদের কোয়ারেন্টিনে নিয়ে যাওয়া হবে। আইসিএমআরের নিয়ম অনুযায়ী তাদের পরীক্ষা করা হবে। এই কোয়ারেন্টিনে থাকতে হবে ৭ দিন।