'২০ ঘণ্টা করে কাজ করছেন কর্মীরা', ২ দিনের মধ্যে পরিষেবা স্বাভাবিকের আশ্বাস কেবল কর্তাদের

"২ দিনে কলকাতায় পরিষেবা স্বাভাবিক হবে। তবে জেলায় একটু সময় লাগবে।"

Updated By: May 24, 2020, 04:20 PM IST
'২০ ঘণ্টা করে কাজ করছেন কর্মীরা', ২ দিনের মধ্যে পরিষেবা স্বাভাবিকের আশ্বাস কেবল কর্তাদের

নিজস্ব প্রতিবেদন : ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবের পর ৪ দিন পেরতে চলল। এখনও শহর কলকাতা থেকে জেলা, বিপর্যস্ত নেট যোগাযোগ। ফোনের নেটওয়ার্ক কোথাও কোথাও এলেও টাওয়ার ধরছে না, নেট কাজ করছে না। একইরকম তথৈবচ অবস্থা টিভি কেবল ও ব্রডব্যান্ড পরিষেবারও। এই পরিস্থিতিতে আগামী ২ দিনের মধ্যে কলকাতায় পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দিল ২টি কেবল সংস্থা, সিটি কেবল ও GTPL KCBL।

সিটি কেবলের পক্ষের সংস্থার কর্তা সুরেশ শেঠিয়া বলেন, "আগামিকালের মধ্যে সিটি কেবলের ৯০ শতাংশ পরিষেবা ফেরত আনার চেষ্টা করা হচ্ছে । ঝড়ে যেমন তার ছিঁড়ে গিয়েছে, তেমনই গাছ কাটার সময়ও অনেক জায়গায় তার ছিঁড়ছে। সবমিলিয়েই সময় লাগছে। মানুষকে একটু ধৈর্য ধরতে হবে।" তিনি আরও বলেন, "কোভিডের জন্য এতদিন ধরে লকডাউন চলছে। লকডাউনের জন্য মেটিরিয়াল ও লোক আনতে সমস্যা হচ্ছে। কর্মী সংখ্যা কম। দিন-রাত এক করে কাজ করছেন কর্মীরা। লোকেরা প্রতিদিন ২০ ঘণ্টা করে কাজ করছেন। এতবড় বিপর্যয়। একটু তো ধৈর্য ধরতে হবে।"

একইসঙ্গে, GTPL KCBL-এর  ম্যানেজিং ডিরেক্টর বিজয় কুমার আগারওয়াল আশ্বাস দেন, "২ দিনে কলকাতায় পরিষেবা স্বাভাবিক হবে। তবে জেলায় একটু সময় লাগবে।" তিনিও বলেন, "আমরা রাত-দিন এক করে কাজ করছি। যেহেতু সব জায়গায় আমাদের ওভারহেড তারের মাধ্যমে যোগাযোগ, সেখানে ঝড়ের জেরে সব গাছ তারের ওপর এসে পড়েছে। বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। তার সব ছিঁড়ে গিয়েছে। হাত জোড় করে মানুষকে বলছি, একটু ধৈর্য ধরুন। আমরা দ্রুত পরিষেবা দেব।"

আরও পড়ুন, জরুরি ভিত্তিতে জেনারেটর চালাবে CESC, পরিস্থিতি 'কিছুটা স্বাভাবিক' হতেও মঙ্গলবার গড়াবে

.