নিজস্ব প্রতিবেদন: দিল্লির আনন্দবিহারের পর এবার মুম্বইয়ের বান্দ্রা। দিনের পর দিন ঘরে আটকে রয়েছেন, খাবার শেষ। অনেক জলের ব্যবস্থাটুকুও করতে পারেছেন না। তার মধ্যেই লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা করলেন মোদী। প্রতিবাদে, তুমুল বিক্ষোভ দেখালেন বিহার ও পশ্চিমবঙ্গের হাজারের বেশি শ্রমিক। পরিস্থিতি বেগতিক দেখে বান্দ্রা বাস স্ট্যান্ড থেকে তাদের লাঠিচার্জ করে হঠিয়ে দেয় পুলিস।

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুম্বই পুলিসের ডিসিপি প্রণয় অশোক সংবাদমাধ্যমে বলেন, ঘর যাওয়ার জন্য বান্দ্রা বাসস্ট্যান্ডে জমা হয়েছিলেন হাজার দেড়েক পরিযায়ী শ্রমিক। অনেকেই মারমুখি হয়ে পড়ে। ফলে পুলিসকে লাঠিচার্জ করতে হয়। পরে পরিস্থিতি শান্ত হয়ে যায়। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে ও রাজ্যের বিধায়ক আদিত্য ঠাকরে। তিনি বলেন, ট্রেন বন্ধ রয়েছে। রাজ্য সরকারের তরফে আরও ২৪ ঘণ্টা ট্রেন চালানোর অনুরোধ করা হয়েছে কেন্দ্রকে যাতে পরিযায়ী শ্রমিকরা ফিরে যেতে পারবে। প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি তুলেছিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এক টুইটে আদিত্য ঠাকরে লেখেন, বান্দার পরিস্থিতি খুবই খারাপ। ওইসব শ্রমিকদের ফেরার ব্যবস্থা করতে পারেনি কেন্দ্র। এরা খাবার চায় না, থাকার জায়গা চায় না, ঘরে ফিরতে চায়।


আরও পড়ুন- Lockdown 2.0: ঠিক সময়ে কড়া সিদ্ধান্ত, নমোর প্রশংসায় পঞ্চমুখ WHO