Lockdown 2.0: ঠিক সময়ে কড়া সিদ্ধান্ত, নমোর প্রশংসায় পঞ্চমুখ WHO

বহু সমস্যার মধ্যেই লড়ছে ভারত। জেনে নিন কী বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা...

Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Apr 14, 2020, 09:03 PM IST
Lockdown 2.0: ঠিক সময়ে কড়া সিদ্ধান্ত, নমোর প্রশংসায় পঞ্চমুখ WHO

নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবারই দেশজুড়ে দ্বিতীয় পর্যায়ের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী। নমোর ওই পদক্ষেপের প্রশংসায় পঞ্চমুখ বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংস্থার তরফে ডা পুনম ক্ষেত্রপাল সিং এক বিবৃতিতে জানিয়েছেন, কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে ভারত যেভাবে ঠিক সময়ে লকডাউনের মতো শক্ত সিদ্ধান্ত পেরেছে তা প্রশংসার যোগ্য। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনও বলার সময় হয়নি। তবে টানা ৬ সপ্তাহ লকডাউন, সোশ্যাল ডিস্টানসিং, করোনা রোগী চিহ্নিতকরণ সংক্রমণ ছড়ানো অনেকটাই রুখে দেবে।

উল্লেখ্য, গতকাল হু প্রধান মন্তব্য করেছিলেন কোভিড-১৯ সোয়াইন ফ্লু-র থেকে অন্তত ১০ গুন বেশি প্রাণঘাতী। পুনম ক্ষেত্রপাল বলেন, একাধিক সমস্যা থাকা সত্বেও ভারত করোনার বিরুদ্ধে লড়াইয়ে কঠিন শক্তির পরিচয় দিয়েছে। এই সময়ে সরকারের পাশাপাশি সাধারণ মানুষেরও চেষ্টা করতে হবে যাতে করোনা ঠেকিয়ে দেওয়া যায়। দেশের প্রত্যেকটি মানুষের উচিত এই সময়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে আসা।

আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১,২১১; মৃত ৩১, সুস্থ হয়েছেন ১৭৯ জন: স্বাস্থ্য মন্ত্রক

আগামী ৩ মে পর্যন্ত দেশ লকডাউন চলবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী। কীভাবে লকডাউন আমাদের করোনার বিরুদ্ধে লড়াইয়ে শক্তি জোগান দিয়েছে তা ব্যাখ্যা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এক মাস বা দেড় মাস আগে দুনিয়ার কয়েকটি দেশ আক্রান্তের সংখ্যার দিক দিয়ে ভারতের পাশাপাশি ছিল। কিন্তু এখন, সেই দেশে আক্রান্তের সংখ্যা ২০-৩০ গুন বেশি। হাজার হাজার মানুষ মারা গিয়েছেন। ভারত যদি ঠিক সময়ে কড়া সিদ্ধান্ত না নিত তাহলে আজকের পরিস্থিতি একেবারে অন্যরকম হতো।

.