নিজস্ব প্রতিবেদন: কংগ্রেসের যোগ দিয়েছে স্বপ্না চৌধুরী। এমন খবর শুনে আকাশ থেকে পড়েছেন হরিয়ানার জনপ্রিয় শিল্পীই। তাঁর দাবি, কংগ্রেসে যোগ দেননি তিনি। পাল্টা কংগ্রেসের দাবি, শনিবার তাদের দলের সদস্যপদ নিয়েছেন স্বপ্না।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সাংবাদিক বৈঠকে স্বপ্না চৌধুরী বলেন, ''আমি কংগ্রেসে যোগ দিই নি। কোনও দলের হয়ে প্রচারও করব না''।   প্রিয়াঙ্কার বঢরার সঙ্গে তাঁর ছবি নিয়ে প্রচার করছে কংগ্রেস। স্বপ্নার দাবি, পুরনো ছবি নিয়ে তো যে কেউ প্রচার করতে পারে। 




স্বপ্নার এহেন দাবির পরে চাপে পড়ে দিয়েছে কংগ্রেস। উত্তরপ্রদেশ কংগ্রেসের সম্পাদক নরেন্দ্র রাঠির দাবি, গতকাল স্বপ্না সদস্যপদের ফর্ম পূরণ করেছেন। তাঁর হস্তাক্ষরও রয়েছে।  ওনার বোনও কংগ্রেসে যোগ দিয়েছেন।  দুজনের ফর্ম আমাদের কাছে রয়েছে।     



উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটি স্বপ্নার হস্তাক্ষর-সহ ফর্মটি প্রকাশ করেছে। তাতে স্বপ্নার ছবি-সহ ফর্মটিতে হস্তাক্ষর রয়েছে হরিয়ানার সংগীতশিল্পী ও নর্তকীর। 



সবমিলিয়ে স্বপ্না চৌধুরীর কংগ্রেসে যোগদান নিয়ে তৈরি হয়েছে নয়া রহস্য।  


আরও পড়ুন- ভারতের জবাবে ধুলোয় মিশল ছাউনি, প্রাণে বাঁচতে পতাকা উল্টো করল পাকিস্তান