জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লোকসভার ফলাফলে বেকায়দায় বিজেপি। এনডিএর চারশো পার হয়নি। বরং তিনশোর ভেতরেই আটকে গিয়েছে বিজেপি জোট।  এখন যা পরিস্থিতি তাতে বিজেপিকে এখন নির্ভর করতে হচ্ছে তেলুগু দেশম পার্টি ও জনতা দল ইউনাইটেডের উপরে। তারা বেঁকে বসলে সমুহ বিপদ বিজেপির। এখন দেখে নেওয়া যাক উল্লেখযোগ্য কোন দল কত আসন পেল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- 'তৃতীয় মোদী সরকারের আমলে দেশ বড়সড় সিদ্ধান্তের সাক্ষী থাকবে'


সংসদের ৫৪৩ আসনের মধ্যে বিজেপি পেয়েছে ২৪০ আসন। একক সংখ্যাগরিষ্ঠতার থেকে ৩২ আসন কম। কংগ্রেস সেখানে পেয়েছে ৯৯ আসন। এবার উত্তর প্রদেশে যে সাড়া বিজেপির পাওয়ার কথা ছিল তা একেবারেই হয়নি। উত্তর প্রদেশের ৮০ আসনের মধ্যে ৩৭ আসন ছিনিয়ে নিয়েছে সমাজবাদী পার্টি। যোগী রাজ্য কাজ করেনি রামমন্দির, অভিন্ন দেওয়ানি বিধির মতে জিগির। যে আসনে অযোধ্যা সেই ফৈজাবাদে মানুষ ভালো ভাবে নেয়নি বিজেপিকে। সেখানে হেরেছে বিজেপি।


যে চন্দ্রবাবু নাইডুর টিডিপি এনডিএর একটি জিওনকাঠি সেই টিডিপি পেয়েছে ১৬ আসন। অন্যদিকে নীতিশ কুমারের জেডিইউ পেয়েছে ১২ আসন। এই দুই আসন বাদ দিলে এনডিএ নেমে যাচ্ছে ম্যাজিক ফিগারের নীচে। ফলে টিডিপি ও জেডিইউকে নিয়েই সরকার গড়তে হবে বিজেপিকে।


কংগ্রেস পেয়েছে ৯৯ আসন। হরিয়ানা ও রাজস্থানে তারা বিজেপির অনেক আসন কেড়ে নিয়েছে। ২০১৯ সালে তারা পেয়েছিল ৫২ আসন। অন্যদিকে উত্তর প্রদেশে সমাজবাদী পার্টি পেয়েছে ৩৭ আসন। বাংলায় তৃণমূল পেয়েছে ২৯ আসন। বিজেপি পেয়েছে ১২ আসন।


অন্যদিকে, দক্ষিণের বেশ কয়েকটি দল রয়েছে যারা বিজেপির মাথাব্যথার কারণ।  এর মধ্যে ডিএমকে পেয়েছে ২২ আসন। ওয়াইএসআর কংগ্রেস পেয়েছে ৪ আসন। অন্যদিকে, আম আদামি পার্টি পেয়েছে ৪ আসন, অন্যান্যরা পেয়েছে ৯৩ আসন। কেরালায় ইউডিএফ পেয়েছে ১৮ আসন, এলডিএফ পেয়েছে ১ আসন।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)