নিজস্ব প্রতিবেদন: অসম, পশ্চিমবঙ্গ, ছত্তীসগড় ও পুদুচেরিতে ৭০ শতাংশের ওপরে ভোট পড়লেও লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ১১ রাজ্য ও ১ কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ভোট পড়ল ৬৬.৬৩ শতাংশ। এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-থানায় ঢুকে যুবককে চড় ত্রিপুরা কংগ্রেস সভাপতির


নির্বাচন কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার উমেশ সিনহা জানিয়েছেন, কয়েকটি বিক্ষিপ্ত হিংসার ঘটনা ছাড়া দ্বিতীয় দফার নির্বাচন শান্তিপূর্ণই ছিল।



বৃহস্পতিবার দেশের মোট ৯৫ আসনে ভোটগ্রহণ করা হয়। এর মধ্যে তামিলনাড়ুতে ভোট নেওয়া হয়েছে বিধানসভা আসনেও। তবে ভোটগ্রহণ স্থগিদ করে দেওয়া হয় পূর্ব ত্রিপুরা আসনে।


দ্বিতীয় দফায় পাশ্চিমবঙ্গের চোপড় ও চত্তীসগড়ের কান্ধমালে বড়সড় গোলমালের খবর পাওয়া গিয়েছে। চোপড়ায় ভোট দিতে বাধা দেওয়া ও মারধরেরর অভিযোগ ভোটদাতারা ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। পুলিস এসে তাদের বুথে নিয়ে যায়। অন্যদিকে মাওবাদীদের হামলায় ছত্তীসগড়ে এক নির্বাচন কর্মীর মৃত্যু হয়।


আরও পড়ুন-হিন্দুত্বকে টার্গেট করতেই আমার উপর অত্যাচার চালানো হয়, দাবি সাধ্বী প্রজ্ঞার


প্রথম দফায় জম্মু ও কাশ্মীরে ৫০ শতাংশেরও বেশি ভোট পড়লেও দ্বিতীয় দফায় তা অনেকটাই নেমে গিয়েছে। এবার সেখানে ভোট পড়েছে মাত্র ৪৫.৫ শতাংশ। ভোট পড়ার হারে অনেকটাই এগিয়ে অসম, ছত্তীসগড় ও পুদুচেরি।


দেখে নিন কোথায় কত ভোট পড়ল


অসম-৭৬.২২ শতাংশ


বিহার-৬২.৩৮ শতাংশ


জম্মু ও কাশ্মীর-৪৫.৫ শতাংশ।


কর্ণাটক-৬৭.৬৭ শতাংশ।


মহারাষ্ট্র-৬১.২২ শতাংশ।


মণিপুর-৬৭.১৫ শতাংশ।


ওড়িশা-৫৭.০৭ শতাংশ।


তামিলনাড়ু-৬৬.৩৬ শতাংশ।


উত্তরপ্রদেশ-৬৬.০৬ শতাংশ।


পশ্চিমবঙ্গ-৭৬.৪২ শতাংশ


ছত্তীসগড়-৭১.৪০ শতাংশ।


পুদুচেরি-৭৬.১৯ শতাংশ।