নিজস্ব প্রতিবেদন: পশ্চিমবঙ্গের ৯ লোকসভা নির্বাচনের প্রচার বৃহস্পতিবার রাত দশটায় শেষ হচ্ছে। নির্বাচন কমিশনের তত্পরতায় রাজ্যে প্রচারের দিনক্ষণ একদিন কমেছে। এনিয়ে নির্বাচন কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে কংগ্রেস ও বসপা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-গডসে হিন্দু জঙ্গি! চপ্পল উড়ে এল কমল হাসানকে লক্ষ্য করে


বহুজন সমাজ পার্টি প্রধান মায়াবতী বৃহস্পতিবার বলেন, নির্বাচন কমিশন কেন্দ্রের চাপে কাজ করছে। আজ রাত দশটার পর থেকে প্রচার বন্ধ করেছে কমিশন। কারণ এদিন পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রীর দুটি সভা রয়েছে। প্রচার যদি বন্ধ করার প্রয়োজন ছিল তাহলে তা বৃহস্পতিবার সকাল থেকে করা হল না কেন!



মায়াবতী আরও বলেন, একটা বিষয় স্পষ্ট অমিত শাহ ও নরেন্দ্র মোদী পরিকল্পনা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। দেশের পক্ষে এটি একটি মারাত্মক প্রবণতা। প্রধানমন্ত্রীকে এ জিনিস মানায় না।


আরও পড়ুন-শেষ দফার আগেই এক্সিট পোল সংক্রান্ত সব টুইট মুছে ফেলতে নির্দেশ টুইটারকে


উল্লেখ্য, বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙাকে কেন্দ্রে করে তোলপাড় হয় পশ্চিমবঙ্গ। এর পরই স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্য ও এডিজি সিআইডি রাজীব কুমারকে পদ থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। পাশাপাশি প্রচার শেষের এক দিন আগেই রাজ্যে প্রচার শেষ করার নির্দেশ দেয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেসও।