কোটি টাকা নিয়ে বিলি হচ্ছে টিকিট, গুরুতর অভিযোগ তুলে দল ছাড়লেন প্রাক্তন কংগ্রেস সভাপতি
রাহুল গান্ধীকে রেড্ডি লিখেছেন, ২০১৮ সালে বিধানসভা নির্বাচনেও টিকিট দেওয়ার ক্ষেত্রে মোটা টাকার লেনদেন হয়েছিল
নিজস্ব প্রতিবেদন: লোকসভা ভোটের মুখে গুরুতর অভিযোগ তুলে দল ছাড়লেন এআইসিসির প্রাক্তন সচিব পি সুধাকর রেড্ডি। তেলেঙ্গানার এই নেতা রাহুল গান্ধীকে চিঠি লিখে জানিয়েছেন, রাজ্যে লোকসভা নির্বাচনে টিকিট বিলি করতে বিপুল টাকা দাবি করছে দল।
আরও পড়ুন-উত্তর অনিশ্চিত হতেই দক্ষিণে পা রাহুলের! কেরলের ওয়াইনাড় থেকে লড়বেন কংগ্রেস সভাপতি
রাজ্যে কংগ্রেসের শোচনীয় অবস্থার জন্য তিনি রাজ্য নেতাদের লাগামছাড়া দুর্নীতিকেই দায়ি করেছেন। রাহুল গান্ধীকে রেড্ডি লিখেছেন, ‘দেখা যাচ্ছে টিকিট দিতে গিয়ে বিপুল টাকা লেনদেন করা হচ্ছে। দলে এই ধরনের টাকাপয়সার লেনদেন আমাকে দল ছাড়তে বাধ্য করছে। ২০১৮ সালে বিধানসভা নির্বাচনেও টিকিট দেওয়ার ক্ষেত্রে মোটা টাকার লেনদেন হয়েছিল।’
আরও পড়ুন-রাজনীতি 'ছেড়ে দেবেন' অনুব্রত মণ্ডল! জানালেন জনসভায়
ভোটে টিকিট দেওয়ার জন্য এভাবে টাকার লেনদেন হচ্ছে তা কি রাজ্য নেতাদের বলেননি? সুধাকর রেড্ডি সংবাদমাধ্যমে বলেন, ‘গোটা বিষয়টি হাইকামান্ডকে জানিয়েছিলাম। কিন্তু কোনও কাজ হয়নি। রাজ্যের গুরুত্বপূর্ণ নেতাদের এনিয়ে উদাসীন মনভাব দেখে আমি হতাশ। দেশের নিরাপত্তা, জঙ্গি সমস্যা সহ একাধিক ইস্যুতে দল কখনও এক জায়গায় স্থির থাকেনি। এতে রাজ্যে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তাই দল যখন মানুষের ভাবাবেগ বুঝতে অপারগ তখন দালালদের সঙ্গে আর দল থাকতে চাই না।’