নিজস্ব প্রতিবেদন: লোকসভা ভোটের মুখে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় পঞ্চমুখ হলেন বরুণ গান্ধী। দলের সঙ্গে একটা চাপা সংঘাত থাকলেও এক নির্বাচনী সভায় তিনি বলেন, নরেন্দ্র মোদী দেশের জন্য যে সুনাম এনে দিয়েছেন তা তাঁর পরিবারেরও কেউ পারেননি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মমতার সৌজন্যে ডেলো ও নিজাম প্যালেসে সুদীপ্তর সঙ্গে সাক্ষাত্, বিস্ফোরক মুকুল   


এবার উত্তরপ্রদেশের পিলভিট থেকে বিজেপির টিকিটে লড়াই করছেন বরুণ গান্ধী। রবিবার তিনি সেখানে এক সভায় বলেন, ‘বাজপেয়ীজি এক সাধারণ পরিবার থেকে উঠে এসেছিলেন। কিন্তু কখনও চরম দারিদ্র কী জিনিস তা দেখেননি। আর মোদীজি উঠে এসেছেন এক গরিব পরিবার থেকে। সত্যি কথা বলতে কী প্রধানমন্ত্রী হিসেবে মোদীজি দেশের জন্য যে সুনাম এনে দিয়েছেন তা আমার পরিবারেরও কেউ পারেননি।’



গত পাঁচ বছরে দলের উন্নয়ণ কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে বরুণ মোদীর সততার প্রসঙ্গ টেনে আনেন। সুলতানপুরের সাংসদ বলেন, ‘গত পাঁচ বছরে মোদী বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ নেই। যার পরিবার বলে কিছুই নেই তিনি দুর্নীতি করবেন কার জন্য! এই মানুষটা দেশের জন্য বেঁচে রয়েছেন। তাঁর প্রধান চিন্তা দেশকে নিয়ে।’


আরও পড়ুন-উপমহাদেশে যুদ্ধের আতঙ্ক তৈরি করছে পাকিস্তান, কড়া প্রতিক্রয়া ভারতের


উল্লেখ্য, বহুদিন ধরে এই পিলভিট থেকেই নির্বাচিত হয়ে আসছেন বরুণ গান্ধীর মা মানেকা গান্ধী। এবার সেখানে লড়াই করছেন বরুণ। পিলভিটে ভোট নেওয়া হবে লোকসভা নির্বাচনের তৃতীয় দফায়। আর বরুণের আসন সুলতানপুর থেকে এবার লড়াই করবেন মানেকা গান্ধী।