নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা না বলেই তাঁর কপ্টারে তল্লাশি চালানোয় বরখাস্ত করা হল এক নির্বাচনী পর্যবেক্ষককে। বুধবার সম্বলপুরের ঘটনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-হেমা মালিনী-কানিমোজি-ফারুক আবদুল্লার ভাগ্য নির্ধারণ দ্বিতীয় দফায়


নির্বাচন কমিশনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, এসপিজি নিরাপত্তা বলয়ে থাকা ভিভিআইপিদের সম্পর্কে নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘন করেছেন কর্ণাটক ক্যাডেটের ওই আইএএস অফিসার। তাই তাঁকে বরখাস্ত করা হল।



গত মঙ্গলবার মহম্মদ মহসিন নামে ওই আইপিএস অফিসার প্রধানমন্ত্রীর চপারে তল্লাশি চালান। তার পরেই এনিয়ে প্রবল হইচই শুরু হয়ে যায়। নির্বাচন কমিশনের কাছে এনিয়ে রিপোর্ট পাঠান সম্বলপুরের জেলাশাসক ও ওড়শার ডিআইজি।


নির্বাচন কমিশনের এক আধিকারিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, ওই পর্যবেক্ষক আদর্শ আচরণবিধি অনুযায়ী কাজ করেননি। আচমকা ওই তল্লাশির জন্য প্রধানমন্ত্রীকে ১৫ মিনিট আটকে থাকতে হয়।


আরও পড়ুন-আজ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ


উল্লেখ্য, মঙ্গলবারই ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের কপ্টারও আচমকা তল্লাশি করেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। এদিনই সম্বলপুরে তল্লাশি চালানো হয় কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কপ্টারেও।