নিজস্ব প্রতিবেদন:  দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত মধ্য রাতে লোকসভায় পাস হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল। বিলের পক্ষে ৩১১ ভোট, বিলের বিপক্ষে ৮০টি ভোট পড়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার অভিযোগ। সোমবার, সকালে লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করতেই প্রতিবাদ জানান কংগ্রেস-তৃণমূল-সহ বিরোধী দলের সাংসদরা। তবে, সরকারপক্ষের সংখ্যার জোর থাকায় অনায়াসেই বিল আলোচনার জন্য গৃহীত হয়ে যায়। আলোচনার পক্ষে ২৯৩টি ভোট পড়ে। বিপক্ষে ৮২টি ভোট পড়ে।  বিল পেশের পরেই হট্টগোল শুরু হয়। দেশকে পিছিয়ে দেবে এই বিল, তোপ দাগেন অধীর চৌধুরী। বিলের বিরুদ্ধে চলে যায় শিবসেনা। সরকারের পাশে থাকে AIADMK। এদিকে আলোচনার মাঝে বিলের কপি ছিঁড়ে বিতর্কে ওয়াইসি।


আরও পড়ুন- নাগরিকত্ব সংশোধনী বিল:লোকসভায় জবাবি ভাষণে কংগ্রেসকে আক্রমণ অমিত শাহর